যশোর প্রতিনিধি
যশোরে বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দিয়েছে আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আশিকুর রহমান আশিক যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। পরীক্ষা দিয়ে আশিক বাড়ি ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।
মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চূড়ামনকাটি বাজারে জুতার ব্যবসা করতেন। আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। চূড়ামনকাটির ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রে সে দাখিল পরীক্ষা দিচ্ছে।
মৃতের স্বজনেরা জানিয়েছেন, আজ ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান আশিকের বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। একদিকে বাবার লাশ বাড়িতে, অন্যদিকে আশিকের পরীক্ষা। বাবাকে হারানোর কঠিন শোক নিয়েই বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে যায় আশিক। পরীক্ষা শেষে আশিক বাড়ি ফিরলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের আহাজারিতে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। সবাই কেঁদেছে অঝোরে।
আশিকের প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর খবর নিয়ে সে সকালে তাঁদের বাড়িতে যায়। আশিককে সান্ত্বনা দিয়ে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আশিক পরীক্ষা দিয়েছে। শিক্ষকেরা তার দিকে আলাদাভাবে খেয়াল রেখেছেন।
যশোরে বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দিয়েছে আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটেছে।
আশিকুর রহমান আশিক যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। পরীক্ষা দিয়ে আশিক বাড়ি ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।
মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চূড়ামনকাটি বাজারে জুতার ব্যবসা করতেন। আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। চূড়ামনকাটির ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রে সে দাখিল পরীক্ষা দিচ্ছে।
মৃতের স্বজনেরা জানিয়েছেন, আজ ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান আশিকের বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। একদিকে বাবার লাশ বাড়িতে, অন্যদিকে আশিকের পরীক্ষা। বাবাকে হারানোর কঠিন শোক নিয়েই বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে যায় আশিক। পরীক্ষা শেষে আশিক বাড়ি ফিরলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের আহাজারিতে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। সবাই কেঁদেছে অঝোরে।
আশিকের প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর খবর নিয়ে সে সকালে তাঁদের বাড়িতে যায়। আশিককে সান্ত্বনা দিয়ে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আশিক পরীক্ষা দিয়েছে। শিক্ষকেরা তার দিকে আলাদাভাবে খেয়াল রেখেছেন।
খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৩ মিনিট আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
২৮ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড (অবরোধ) কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে এসে এ ব্লকেড...
৩৬ মিনিট আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। জিও ব্যাগে বালু ভরাট করতে নদীর ভাঙন ও ঝুঁকিপূর্ণ স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নিষিদ্ধ বোমা মেশিন বসিয়ে বালু তুলছে পাউবোর ঠিকাদার। বালু তোলার কারণে পাড়ের ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে।
৪২ মিনিট আগে