Ajker Patrika

নির্বাচন অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মৃত!

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
নির্বাচন অফিসে গিয়ে জানতে পারলেন তিনি মৃত!

করোনা প্রতিরোধক টিকার জন্য নিবন্ধন করতে একটি কম্পিউটারের দোকান যান ক্ষুদ্র ব্যবসায়ী শুকুর আলী। বারবার চেষ্টা করেও নিবন্ধন ওয়েব পোর্টালে জাতীয় পরিচয়পত্রের তথ্য খুঁজে পাওয়া যায়নি। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন তিনি মৃত।

জীবিত নিজেকে ভোটার তালিকায় মৃত দেখে অবাক হন শুকুর। জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হালনাগাদ করায় এমন কাণ্ড ঘটেছে।

তিনি কীভাবে মৃত হলেন তা জানতে চাইলে নির্বাচন অফিসের এক কর্মকর্তা তাঁর হাতে দুটি ফরম ধরিয়ে দিয়ে বলেন, এগুলো চেয়ারম্যান-মেম্বারের কাছ থেকে স্বাক্ষর করে নিয়ে আসেন, আপনার কার্ড দেওয়া হবে। পরে তিনি গ্রামে ফিরে চেয়ারম্যানের কাছ থেকে জীবিত মর্মে প্রত্যয়নপত্র নিয়ে পুনরায় নির্বাচন অফিসে ভোটার তালিকায় নাম নিবন্ধনের জন্য আবেদন করেন।

চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ীতে এ ঘটনা ঘটে। গত বছর সেপ্টেম্বরে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা হয়। এর পরেও একজন জীবিত মানুষকে ভোটার তালিকায় মৃত দেখানোর ঘটনাকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকির অভাব ও উদাসীনতা বোলে মনে করছেন সচেতন মহল।

এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, অনেক সময় মাঠ পর্যায়ে যারা কাজ করে, তাদের তথ্য সংগ্রহে ভুলের কারণে এমন হয়। আমরা তথ্য নিয়ে পুনরায় ঢাকায় পাঠাব। এটি সংশোধন করা হবে।

প্রসঙ্গত, শুকুর চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের মাঝেরপাড়ার মৃত পিরু মণ্ডলের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত