Ajker Patrika

চুয়াডাঙ্গা সীমান্তে ২৬ জনকে হস্তান্তর বিএসএফের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
চুয়াডাঙ্গা সীমান্তে ২৬ জনকে হস্তান্তর বিএসএফের
চুয়াডাঙ্গা সীমান্তে ২৬ জনকে হস্তান্তর বিএসএফের। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ২৬ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার উপজেলার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে মহেশপুর বিজিবি ব্যাটালিয়নকে অবগত করা হয় যে ভারতে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশিকে (১৩ জন শিশু, ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা) হরিয়ানা পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেছে। বিএসএফ ওই ২৬ জন বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে।

এর পরিপ্রেক্ষিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ওই ২৬ জনের নাম, ঠিকানা ও মোবাইল ফোন নম্বর-সংবলিত বিস্তারিত তথ্য বিজিবিকে দেয়। আজ (বুধবার) বেলা দেড়টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে থেকে তাদের গ্রহণ করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার বালাটারি গ্রামের মো. লাভলু হক (৪৫), বড়ইল গ্রামের মোহাম্মদ মকবুল (৪৫), মোহাম্মদ আপেল মামুন (৪০), আটিয়া বাড়ি গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৪৫), মোহাম্মদ আতিকুল ইসলাম (১৮), কবিরের ভিটা গ্রামের মোহাম্মদ রাজু মিয়া (৪৩) ও জয়পুরহাট জেলার ক্ষেতলাল গ্রামের মো. আ. সামাদ (২৫)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত