
যশোরের মনিরামপুরে রাস্তার পাশ থেকে মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজসংলগ্ন হাজরাকাটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৪)।
আহত যুবকের নাম রাকিব মোড়ল (২৪)। তিনি ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে। রাকিবকে রাতেই মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন, ‘রাত ১১টার পরে মনিরামপুর সরকারি কলেজের অদূরে কালভার্টের কাছে দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছানোর পর দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে। বাইকটির সামনের অংশ ভাঙা। পাশেই দুজনের লাশ পড়ে ছিল। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
প্রণব বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না। এ জন্য কীভাবে দুর্ঘটনা হয়েছে তা সঠিক জানা যায়নি। কেউ কেউ বলছিলেন, একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে গেছে।’
ডুমুরিয়ার নরনিয়া এলাকার ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বুধবার রাতে মাসুদ রানার মোটরসাইকেলে চড়ে তিনজন যশোর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার পরে মনিরামপুর এলাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।’
আব্দুস সালাম বলেন, ‘নিহত মাসুদ ও আহত রাকিবের বাড়ি আমার গ্রামে। মাসুদ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আর রাকিব স্থানীয় বাস টার্মিনালে গাড়ি ধোয়ার কাজ করেন। রাকিব মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন, ‘রাতে রাকিব নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের একজনের বাড়ি ডুমুরিয়ায়। অন্যজনের বাড়ি কেশবপুরে। রাতেই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরের মনিরামপুরে রাস্তার পাশ থেকে মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর সরকারি কলেজসংলগ্ন হাজরাকাটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আইয়ুব মোড়লের ছেলে মাসুদ রানা (২৫) ও কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে রুবেল শেখ (২৪)।
আহত যুবকের নাম রাকিব মোড়ল (২৪)। তিনি ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আলী মোড়লের ছেলে। রাকিবকে রাতেই মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব বিশ্বাস বলেন, ‘রাত ১১টার পরে মনিরামপুর সরকারি কলেজের অদূরে কালভার্টের কাছে দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমরা পৌঁছানোর পর দেখি একটি মোটরসাইকেল পড়ে আছে। বাইকটির সামনের অংশ ভাঙা। পাশেই দুজনের লাশ পড়ে ছিল। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে পৌঁছে দিয়েছি।’
প্রণব বিশ্বাস বলেন, ‘দুর্ঘটনার সময় সেখানে কেউ ছিল না। এ জন্য কীভাবে দুর্ঘটনা হয়েছে তা সঠিক জানা যায়নি। কেউ কেউ বলছিলেন, একটি কাভার্ড ভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে গেছে।’
ডুমুরিয়ার নরনিয়া এলাকার ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘বুধবার রাতে মাসুদ রানার মোটরসাইকেলে চড়ে তিনজন যশোর থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার পরে মনিরামপুর এলাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।’
আব্দুস সালাম বলেন, ‘নিহত মাসুদ ও আহত রাকিবের বাড়ি আমার গ্রামে। মাসুদ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। আর রাকিব স্থানীয় বাস টার্মিনালে গাড়ি ধোয়ার কাজ করেন। রাকিব মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন, ‘রাতে রাকিব নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের একজনের বাড়ি ডুমুরিয়ায়। অন্যজনের বাড়ি কেশবপুরে। রাতেই দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৮ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২০ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২২ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে