বেনাপোল (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ থেকে এই প্রথম মাছের রেণুর একটি চালান ভারতে রপ্তানি হয়েছে। আজ বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে এক লাখ পাঙাশ মাছের রেণু ভর্তি একটি পিকআপ ভ্যান বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে।
মাছের রেণু রপ্তানিতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা যেমন আসবে তেমনি দেশীয় হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন বৃদ্ধি ও মানুষের কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে এর আগে শুধু হিমায়িত মাছ ভারতে রপ্তানি হতো। তবে হিমায়িত মাছের পাশাপাশি ভারতে বিশেষ করে পাঙাশ মাছের রেণুর প্রচুর চাহিদা থাকলেও রপ্তানির অনুমতি ছিল না। এতে সীমান্ত পথে কোটি কোটি মাছের রেণু পাচার হতো। এতে যেমন অবৈধ অর্থ লেনদেন হতো তেমনি সরকার বৈদেশিক মুদ্রা আহরণ থেকে বঞ্চিত হতো। এখন রপ্তানির অনুমতিতে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন কমবে তেমনি সরকার বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আহরণে ভূমিকা রাখবে। মাছের রেণুর রপ্তানিকারক যশোরের শার্শার জনতা ফিস ও আমদানিকারক কলকাতার পি আর ফুডস। প্রথম চালানে প্রতি কেজি ৯ ডলার ৭০ সেন্ট মূল্যে ১ লাখ পাঙাশের রেণু ভারতে রপ্তানি হয়েছে। সরকার মাছের রেণু রপ্তানি সুযোগ দেওয়ার সরকার ও ব্যবসায়ী সবাই লাভবান হবে।
রেণু রপ্তানিকারক প্রতিষ্ঠান জনতা ফিসের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস বলেন, ‘মাছের রেণু রপ্তানির সুযোগে দেশের হ্যাচারি শিল্প আবার জেগে উঠবে। দুই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ।’
মাছের হ্যাচারি মালিক শায়েস্তা খান বলেন, ‘বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে মাছের রেণু উৎপাদনের জন্য প্রায় ৭০০ হ্যাচারি আছে। ভারতে মাছের রেণু রপ্তানিতে এসব হ্যাচারি বড় ভূমিকা রাখবে।’
যশোর শার্শা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, বৈধপথে রপ্তানি সুযোগের সৃষ্টিতে সীমান্তপথে কোটি কোটি টাকার মাছের রেণু পাচার বন্ধ হবে।
বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, মাছের পোনা রপ্তানিতে বেশি বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে। মাছ উৎপাদনে চাষিরা আরও উৎসাহিত হবেন।
এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, মাছের রেণু রপ্তানি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। রপ্তানি বাণিজ্যের সব ধরনের সহযোগিতা দ্রুততার সঙ্গে করা হয়েছে।

বাংলাদেশ থেকে এই প্রথম মাছের রেণুর একটি চালান ভারতে রপ্তানি হয়েছে। আজ বুধবার দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে এক লাখ পাঙাশ মাছের রেণু ভর্তি একটি পিকআপ ভ্যান বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারতে পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে।
মাছের রেণু রপ্তানিতে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা যেমন আসবে তেমনি দেশীয় হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন বৃদ্ধি ও মানুষের কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে এর আগে শুধু হিমায়িত মাছ ভারতে রপ্তানি হতো। তবে হিমায়িত মাছের পাশাপাশি ভারতে বিশেষ করে পাঙাশ মাছের রেণুর প্রচুর চাহিদা থাকলেও রপ্তানির অনুমতি ছিল না। এতে সীমান্ত পথে কোটি কোটি মাছের রেণু পাচার হতো। এতে যেমন অবৈধ অর্থ লেনদেন হতো তেমনি সরকার বৈদেশিক মুদ্রা আহরণ থেকে বঞ্চিত হতো। এখন রপ্তানির অনুমতিতে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন কমবে তেমনি সরকার বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আহরণে ভূমিকা রাখবে। মাছের রেণুর রপ্তানিকারক যশোরের শার্শার জনতা ফিস ও আমদানিকারক কলকাতার পি আর ফুডস। প্রথম চালানে প্রতি কেজি ৯ ডলার ৭০ সেন্ট মূল্যে ১ লাখ পাঙাশের রেণু ভারতে রপ্তানি হয়েছে। সরকার মাছের রেণু রপ্তানি সুযোগ দেওয়ার সরকার ও ব্যবসায়ী সবাই লাভবান হবে।
রেণু রপ্তানিকারক প্রতিষ্ঠান জনতা ফিসের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস বলেন, ‘মাছের রেণু রপ্তানির সুযোগে দেশের হ্যাচারি শিল্প আবার জেগে উঠবে। দুই দেশের সরকারকে অনেক অনেক ধন্যবাদ।’
মাছের হ্যাচারি মালিক শায়েস্তা খান বলেন, ‘বর্তমানে দেশে বেসরকারি পর্যায়ে মাছের রেণু উৎপাদনের জন্য প্রায় ৭০০ হ্যাচারি আছে। ভারতে মাছের রেণু রপ্তানিতে এসব হ্যাচারি বড় ভূমিকা রাখবে।’
যশোর শার্শা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, বৈধপথে রপ্তানি সুযোগের সৃষ্টিতে সীমান্তপথে কোটি কোটি টাকার মাছের রেণু পাচার বন্ধ হবে।
বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহ সভাপতি আমিনুল হক জানান, মাছের পোনা রপ্তানিতে বেশি বেশি বৈদেশিক মুদ্রা দেশে আসবে। মাছ উৎপাদনে চাষিরা আরও উৎসাহিত হবেন।
এ বিষয়ে বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, মাছের রেণু রপ্তানি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। রপ্তানি বাণিজ্যের সব ধরনের সহযোগিতা দ্রুততার সঙ্গে করা হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে