Ajker Patrika

মাগুরার সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি 
আপডেট : ২০ মে ২০২৫, ১৩: ০৯
গ্রেপ্তার রুবেল। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার রুবেল। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মীর রুবেল মাগুরা টার্মিনালে অবস্থান করছেন। গতকাল সোমবার রাত ১টায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে। ওসি আরও জানান, মীর রুবেলের নামে তিনটি মামলা রয়েছে।

মীর মেহেদী হাসান রুবেল মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে ২০১৭ সালের ৯ মে নির্বাচিত হন। ২০২২ সালের ১৬ মার্চ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি (নাহিদ খানকে সভাপতি ও হামিদুল ইসলাম হামিদকে সাধারণ সম্পাদক) ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলায় আসামি হিসেবে নাহিদ খান ও হামিদুল ইসলামের নাম রয়েছে। তবে তারা দুজনই পলাতক রয়েছে।

পুলিশ জানায়, বর্তমানে মীর রুবেল থানা হেফাজতে আছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত