ইবি প্রতিনিধি

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে।
এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা।
দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’
সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

পোষ্য কোটায় ভর্তির শর্ত শিথিল করাসহ ১৬ দফা দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আজ রোববার থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। তবে, কর্মবিরতিকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সনদ উত্তোলন, চিকিৎসা ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা অব্যাহত থাকবে।
এদিকে আজ (রোববার) উপাচার্যের বাংলোয় বিশ্ববিদ্যালয়ের ২৬১ তম সিন্ডিকেটের পূর্ব নির্ধারিত সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করতে গেলে আন্দোলনকারীরা তাদের নিয়ে আসেন এবং দাবি না মানলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন ধরনের সাহায্য–সহযোগিতা না করার ঘোষণা দেন। এর আগে একই দাবিতে জুলাই মাসেও টানা ১৬ দিন পাঁচ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা করে কর্মকর্তারা।
দাবিগুলো হলো, চাকরির বয়সসীমা ৬২ বছর করা, সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক কর্মকর্তাদের সেশন বেনিফিট বহাল রাখা, আইসিটি সেলের উপ-রেজিস্ট্রার মমতাজের চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার, পোষ্য কোটার ভর্তিতে শর্ত শিথিল করা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত্যুজনিত কারণে কর্মচারীদের পরিবারের যোগ্যতম ব্যক্তিকে চাকরি দিতে হবে।
এ বিষয়ে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এটি এম এমদাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের ন্যায্য দাবিতে লাগাতার অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ডাক দিলাম। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে সিন্ডিকেটের ব্যাপারে উপাচার্যর বাংলোয় গিয়েছিলাম। কিন্তু সামনে থেকে কর্মকর্তারা সিন্ডিকেটের কার্যক্রম করতে নিষেধ করেছে ও আমাকে নিয়ে আসছে।’
সহ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দাবি দাওয়ার বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান হবে। আজকেও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আগামীতেও হবে। আশা করি, আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান হবে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে