
যশোরের মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিন চেয়ারম্যান প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের অপেক্ষায় নৌকা প্রতীক। বড় ধরনের সহিংসতা বা হতাহতের আশঙ্কা করে নির্বাচন থেকে সরে গেছেন বলে জানান মনোনয়নপত্র প্রত্যাহার করা এক চেয়ারম্যান প্রার্থী।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নৌকার বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, স্বতন্ত্র প্রার্থী আনসার আলী ও ডা. মনিরুজ্জামান তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্যামকুড় ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার তিনজন প্রার্থিতা তুলে নিয়েছেন।
এ দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। মনিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান।
নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিজের কর্মী সমর্থকদের নিরাপত্তার চিন্তা করে এবং দলের প্রতি অনুগত হয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। গেল নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে জয়ী হয়ে ৫ বছর দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান মনি।
লিখিত বক্তব্যে মনি বলেন, এবারের নির্বাচনে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে নামি। আমাকে সমর্থন করায় নৌকার প্রার্থী আলমগীর হোসেনের লোকজন আমার কর্মী রায়হান হোসেন, আব্দুর রউফ, অটল দাস, হাবিবুর রহমান, সজিব হোসেন, তাজউদ্দীন, ফাহিম হোসেন ও গালিব হোসেনের ওপর হামলা করে। তাঁরা আমার প্রচারণায় বাঁধার সৃষ্টি করে।
চেয়ারম্যান মনি বলেন, এ পরিস্থিতিতে ইউনিয়নের সাধারণ মানুষ ও আমার কর্মী সমর্থকদের কথা চিন্তা করে এবং দলের প্রতি অনুগত হয়ে আমি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিই।
লিখিত বক্তব্য পড়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন চেয়ারম্যান মনি।
সাংবাদিকদের প্রশ্নে মনি বলেন, সম্প্রতি নৌকার প্রার্থীর লোকজন চিনাটোলা বাজারে অস্ত্রের মহড়া দিয়েছে। আমার কর্মী ও সমর্থকদের বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে আমি নির্বাচন করলে বড় ধরনের সহিংসতা বা হতাহতের আশঙ্কা করছি।
মনিরুজ্জামানের করা অভিযোগের বিষয়ে ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বলেন, আমাদের কোনো কার্যক্রমে এ ধরনের ঘটনা ঘটে না।

যশোরের মনিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিন চেয়ারম্যান প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের অপেক্ষায় নৌকা প্রতীক। বড় ধরনের সহিংসতা বা হতাহতের আশঙ্কা করে নির্বাচন থেকে সরে গেছেন বলে জানান মনোনয়নপত্র প্রত্যাহার করা এক চেয়ারম্যান প্রার্থী।
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নৌকার বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, স্বতন্ত্র প্রার্থী আনসার আলী ও ডা. মনিরুজ্জামান তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাসুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্যামকুড় ইউনিয়নে চারজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার তিনজন প্রার্থিতা তুলে নিয়েছেন।
এ দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। মনিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান।
নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিজের কর্মী সমর্থকদের নিরাপত্তার চিন্তা করে এবং দলের প্রতি অনুগত হয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। গেল নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে জয়ী হয়ে ৫ বছর দায়িত্ব পালন করছেন মনিরুজ্জামান মনি।
লিখিত বক্তব্যে মনি বলেন, এবারের নির্বাচনে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে নামি। আমাকে সমর্থন করায় নৌকার প্রার্থী আলমগীর হোসেনের লোকজন আমার কর্মী রায়হান হোসেন, আব্দুর রউফ, অটল দাস, হাবিবুর রহমান, সজিব হোসেন, তাজউদ্দীন, ফাহিম হোসেন ও গালিব হোসেনের ওপর হামলা করে। তাঁরা আমার প্রচারণায় বাঁধার সৃষ্টি করে।
চেয়ারম্যান মনি বলেন, এ পরিস্থিতিতে ইউনিয়নের সাধারণ মানুষ ও আমার কর্মী সমর্থকদের কথা চিন্তা করে এবং দলের প্রতি অনুগত হয়ে আমি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিই।
লিখিত বক্তব্য পড়ার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন চেয়ারম্যান মনি।
সাংবাদিকদের প্রশ্নে মনি বলেন, সম্প্রতি নৌকার প্রার্থীর লোকজন চিনাটোলা বাজারে অস্ত্রের মহড়া দিয়েছে। আমার কর্মী ও সমর্থকদের বাড়ি গিয়ে হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে আমি নির্বাচন করলে বড় ধরনের সহিংসতা বা হতাহতের আশঙ্কা করছি।
মনিরুজ্জামানের করা অভিযোগের বিষয়ে ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বলেন, আমাদের কোনো কার্যক্রমে এ ধরনের ঘটনা ঘটে না।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে