চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় স্মৃতি বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবারের লোকজনেরা। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। মৃত স্মৃতি বেগম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকাল ৭টার দিকে মৃতের ছেলের স্ত্রী রিমি খাতুন স্মৃতি বেগমের শোয়ার ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় স্মৃতি বেগমকে উদ্ধার করেন। পরে দেখেন তিনি মারা গেছেন।
খবর পেয়ে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন। পরে মরদেহটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য দাউদ হোসেন বলেন, স্মৃতি বেগম মাটির ঘরে থাকেন। নতুন করে তাঁরা একটি পাকা বাড়ি করছেন। বাড়ি তৈরিসহ পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন ধরে স্মৃতি বেগমের সঙ্গে তাঁর ছেলে ইউসুফ আলীর মনোমালিন্য চলছিল। আজ সকালে বিষয়টি মীমাংসার জন্য স্মৃতি বেগমের বাবা-মার তাঁদের বাড়িতে আসার কথা ছিল।
এ বিষয়ে স্মৃতি বেগমের ভাশুর (স্বামীর বড়ভাই) বলেন, আজ ভোরে আমি যখন নিজের খেতে ফসল পরিচর্যা করতে যাই তখন দেখি স্মৃতি বেগম ফজরের নামাজ পড়ছেন। তিনি প্রতিদিনের মতো রোজাও রেখেছিলেন।
দশপাকিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে।
এসআই আরও বলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া এখনই বলা সম্ভব হচ্ছে না।

যশোরের চৌগাছায় স্মৃতি বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবারের লোকজনেরা। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। মৃত স্মৃতি বেগম উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী। তাঁদের দুই সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ সকাল ৭টার দিকে মৃতের ছেলের স্ত্রী রিমি খাতুন স্মৃতি বেগমের শোয়ার ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় স্মৃতি বেগমকে উদ্ধার করেন। পরে দেখেন তিনি মারা গেছেন।
খবর পেয়ে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন। পরে মরদেহটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য দাউদ হোসেন বলেন, স্মৃতি বেগম মাটির ঘরে থাকেন। নতুন করে তাঁরা একটি পাকা বাড়ি করছেন। বাড়ি তৈরিসহ পারিবারিক বিষয় নিয়ে কয়েক দিন ধরে স্মৃতি বেগমের সঙ্গে তাঁর ছেলে ইউসুফ আলীর মনোমালিন্য চলছিল। আজ সকালে বিষয়টি মীমাংসার জন্য স্মৃতি বেগমের বাবা-মার তাঁদের বাড়িতে আসার কথা ছিল।
এ বিষয়ে স্মৃতি বেগমের ভাশুর (স্বামীর বড়ভাই) বলেন, আজ ভোরে আমি যখন নিজের খেতে ফসল পরিচর্যা করতে যাই তখন দেখি স্মৃতি বেগম ফজরের নামাজ পড়ছেন। তিনি প্রতিদিনের মতো রোজাও রেখেছিলেন।
দশপাকিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে।
এসআই আরও বলেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া এখনই বলা সম্ভব হচ্ছে না।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১৯ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
৩০ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
৩৭ মিনিট আগে