বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। তাঁর নাম হরিনাথ দাশ। বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা এই জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তর থেকে ওই জেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে, ১৭ নভেম্বর কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হন ওই জেলে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন।
উদ্ধার হওয়া জেলে হরিনাথ দাশ কক্সবাজারের বনবিবি গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. তারেক আহম্মেদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ১৭ নভেম্বর ১৮ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা জেলে হরিনাথ দাশ একটি খালি ড্রাম জড়িয়ে ধরে সাগরে ভাসতে থাকেন। জীবন বাঁচাতে ওই সময় নোনা পানিও খেয়েছেন তিনি।
ট্রলারডুবির চার দিন পর ২১ নভেম্বর ভারতের জলসীমা থেকে ওই দেশের কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে। পরবর্তীকালে সাগরে পতাকা মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশি কোস্টগার্ডের জাহাজ বিসিজি স্বাধীন বাংলায় দায়িত্বরতদের কাছে জেলে হরিনাথ দাশকে বুঝিয়ে দেয় ভারতীয় কোস্টগার্ড। বিকেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে হরিনাথ দাশকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিনাথ দাশ বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তেলের খালি একটি ড্রাম দেখতে পাই। ওই ড্রামটি ধরে চার দিন সাগরে বেঁচে রয়েছি। এই সময়ে শুধু সাগরের লোনা পানি খেয়েছি। পরে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করে। অন্য জেলেরা বেঁচে আছে কি না বা কী হয়েছে—এটা এখন বলতে পারছি না। তবে ওপরে না উঠতে পারলে মৃত্যু ছাড়া উপায় নেই।’

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। তাঁর নাম হরিনাথ দাশ। বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা এই জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তর থেকে ওই জেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে, ১৭ নভেম্বর কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হন ওই জেলে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন।
উদ্ধার হওয়া জেলে হরিনাথ দাশ কক্সবাজারের বনবিবি গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. তারেক আহম্মেদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ১৭ নভেম্বর ১৮ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা জেলে হরিনাথ দাশ একটি খালি ড্রাম জড়িয়ে ধরে সাগরে ভাসতে থাকেন। জীবন বাঁচাতে ওই সময় নোনা পানিও খেয়েছেন তিনি।
ট্রলারডুবির চার দিন পর ২১ নভেম্বর ভারতের জলসীমা থেকে ওই দেশের কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে। পরবর্তীকালে সাগরে পতাকা মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশি কোস্টগার্ডের জাহাজ বিসিজি স্বাধীন বাংলায় দায়িত্বরতদের কাছে জেলে হরিনাথ দাশকে বুঝিয়ে দেয় ভারতীয় কোস্টগার্ড। বিকেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে হরিনাথ দাশকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিনাথ দাশ বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তেলের খালি একটি ড্রাম দেখতে পাই। ওই ড্রামটি ধরে চার দিন সাগরে বেঁচে রয়েছি। এই সময়ে শুধু সাগরের লোনা পানি খেয়েছি। পরে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করে। অন্য জেলেরা বেঁচে আছে কি না বা কী হয়েছে—এটা এখন বলতে পারছি না। তবে ওপরে না উঠতে পারলে মৃত্যু ছাড়া উপায় নেই।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে