ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষিপ্রধান এলাকা হলেও ক্রমাগত হারিয়ে যাচ্ছে আবাদি জমি। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্পসহ গৃহনির্মাণ ও ইটভাটাই এর মূল কারণ। এভাবে চলতে থাকলে খুব শিগগির বিলীন হয়ে যাবে আবাদি জমি।
জানা গেছে, বৃহত্তর ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪ দশমিক ২৩ বর্গ কিলোমিটার। উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ৪ লাখ জনপদের ৮৫ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উপজেলায় মোট ৩০ হাজার ৫০০ হেক্টর আবাদি জমি আছে। ১০ বছর আগে আরও ৩৬০ হেক্টর জমি বেশি ছিল, যা অকৃষি খাতে চলে গেছে। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্প, ইটভাটা ও নদীভাঙনের কারণে হ্রাস পাচ্ছে এসব ভূমি। সড়ক-মহাসড়কের পাশে স্বল্প দামে কৃষিজমি কিনে বালু ভরাট করছে হাউজিং কোম্পানিগুলো। এরপর তারা প্লট আকারে বিক্রি করছে।
গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে জোয়ারের বিলে ও বিলপাবলা মৌজায় দেদার ভরাট করা হচ্ছে কৃষিজমি। খুলনা শহরকেন্দ্রিক হওয়ায় প্রতিযোগিতার মাধ্যমে নিঃশেষ হয়ে যাচ্ছে তিন ফসলি ওই সব জমি। বিলের মধ্যে তাকালে দেখা যায় বিভিন্ন হাউজিং প্রকল্পের শত শত সাইনবোর্ড। বাইপাস রোড ও পূর্ব বিলপাবলা রাস্তা ঘেঁষে কয়েক হাজার বিঘা কৃষিজমিতে বালু ভরাট করা হয়েছে। এই ইউনিয়নে ৪ হাজার ১০০ হেক্টর আবাদি জমি আছে। প্রতিবছর ৫০ থেকে ৬০ হেক্টর জমি কমছে। অর্থাৎ দিনে কমছে ৪০ শতাংশ জমি। এভাবে চলতে লাগলে আগামী ৩০ বছরের মধ্যে বিশেষ করে গুটুদিয়া ইউনিয়নে কৃষিজমি বিলীন হয়ে যাবে। এ ছাড়া অধিকাংশ প্লট ব্যবসায়ী সরকারি খাল ভরাট করে যেখান-সেখান দিয়ে প্লটের জন্য রাস্তা তৈরি করেছে। ফলে ভারী বর্ষণ হলে স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে ইউনিয়নবাসী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়ার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানকার উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কৃষিজমি ভরাট করা ভবিষ্যৎ জীবনের জন্য অশনিসংকেত।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘হাউজিং কোম্পানিগুলো কৃষিজমিতে বালু ভরাট করছে। এটি বন্ধ করতে পারে প্রশাসন। কারণ তাদের প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তবে গত বৃহস্পতিবার মাসিক মিটিংয়ে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র বলেছেন, কৃষিজমি কোনোভাবেই অকৃষি খাতে নেওয়া যাবে না।’
ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। সে ক্ষেত্রে শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষিপ্রধান এলাকা হলেও ক্রমাগত হারিয়ে যাচ্ছে আবাদি জমি। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্পসহ গৃহনির্মাণ ও ইটভাটাই এর মূল কারণ। এভাবে চলতে থাকলে খুব শিগগির বিলীন হয়ে যাবে আবাদি জমি।
জানা গেছে, বৃহত্তর ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪ দশমিক ২৩ বর্গ কিলোমিটার। উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ৪ লাখ জনপদের ৮৫ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উপজেলায় মোট ৩০ হাজার ৫০০ হেক্টর আবাদি জমি আছে। ১০ বছর আগে আরও ৩৬০ হেক্টর জমি বেশি ছিল, যা অকৃষি খাতে চলে গেছে। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্প, ইটভাটা ও নদীভাঙনের কারণে হ্রাস পাচ্ছে এসব ভূমি। সড়ক-মহাসড়কের পাশে স্বল্প দামে কৃষিজমি কিনে বালু ভরাট করছে হাউজিং কোম্পানিগুলো। এরপর তারা প্লট আকারে বিক্রি করছে।
গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে জোয়ারের বিলে ও বিলপাবলা মৌজায় দেদার ভরাট করা হচ্ছে কৃষিজমি। খুলনা শহরকেন্দ্রিক হওয়ায় প্রতিযোগিতার মাধ্যমে নিঃশেষ হয়ে যাচ্ছে তিন ফসলি ওই সব জমি। বিলের মধ্যে তাকালে দেখা যায় বিভিন্ন হাউজিং প্রকল্পের শত শত সাইনবোর্ড। বাইপাস রোড ও পূর্ব বিলপাবলা রাস্তা ঘেঁষে কয়েক হাজার বিঘা কৃষিজমিতে বালু ভরাট করা হয়েছে। এই ইউনিয়নে ৪ হাজার ১০০ হেক্টর আবাদি জমি আছে। প্রতিবছর ৫০ থেকে ৬০ হেক্টর জমি কমছে। অর্থাৎ দিনে কমছে ৪০ শতাংশ জমি। এভাবে চলতে লাগলে আগামী ৩০ বছরের মধ্যে বিশেষ করে গুটুদিয়া ইউনিয়নে কৃষিজমি বিলীন হয়ে যাবে। এ ছাড়া অধিকাংশ প্লট ব্যবসায়ী সরকারি খাল ভরাট করে যেখান-সেখান দিয়ে প্লটের জন্য রাস্তা তৈরি করেছে। ফলে ভারী বর্ষণ হলে স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে ইউনিয়নবাসী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়ার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানকার উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কৃষিজমি ভরাট করা ভবিষ্যৎ জীবনের জন্য অশনিসংকেত।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘হাউজিং কোম্পানিগুলো কৃষিজমিতে বালু ভরাট করছে। এটি বন্ধ করতে পারে প্রশাসন। কারণ তাদের প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তবে গত বৃহস্পতিবার মাসিক মিটিংয়ে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র বলেছেন, কৃষিজমি কোনোভাবেই অকৃষি খাতে নেওয়া যাবে না।’
ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। সে ক্ষেত্রে শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১০ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে