Ajker Patrika

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ১১ কেজি ভারতীয় রুপার গয়না উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে ১১ কেজি ভারতীয় রুপার গয়না উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা মুন্সিপুর সীমান্ত থেকে ১১ কেজি ওজনের ভারতীয় রুপা জব্দ করেছে বিজিবি। আজ রোববার দুপুর ২টার দিকে মুন্সিপুর বিওপির মুন্সিপুর গ্রাম থেকে এসব ভারতীয় রুপা উদ্ধার করা হয়। 

আজ রোববার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

বিজিবির এই কর্মকর্তা জানান, মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মুন্সিপুর গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার করা হবে এমন গোপন সংবাদ পাওয়া যায়। মুন্সিপুর বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯২ /৫-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠের মধ্যে অবস্থান করে। দুপুর ২টার দিকে মুন্সিপুর গ্রামের সীমান্ত শূন্য লাইন সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাত একজনকে মোটরসাইকেলযোগে যেতে দেখলে টহলদল তাকে ধাওয়া করে। তখন অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়। 

পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মোটরসাইকেলের পেছনের ক্যারিয়ারের সঙ্গে বাঁধা একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগের ভেতর থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম বা ৯৪২ দশমিক ৫৬ ভরি ওজনের ভারতীয় তৈরিকৃত রুপার গয়না ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

তিনি আরও জানান, এ ব্যাপারে নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত