বাগেরহাট প্রতিনিধি

নাশকতার মামলায় বাগেরহাটে কারাগারে থাকা যুবদল নেতা কামাল হোসেন (৪৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।
কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন কামাল হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে নিহত কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পায়নি। আর যারা (কারারক্ষী) তাকে নিয়ে আসছে-তারাও সেভাবে হিস্ট্রি (উপসর্গ) বলতে পরেনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।’
বাগেরহাট জেলা কারাগারের সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘কামাল হোসেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সে এলার্জি, গ্যাসের সমস্যার জন্য হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে। কিন্তু এছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। সারা দিনই তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। ১০টা সাড়ে ১০টার দিকে ঘুমায় পড়ছেন। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে যান। আশেপাশের সিটে যারা আছেন তারা দেখে কারাগারে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে এখান থেকে জরুরি ভিত্তিতে জেলা হাসপাতালে পাঠাইছি। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ওরা বলছে মারা গেছে।’

নাশকতার মামলায় বাগেরহাটে কারাগারে থাকা যুবদল নেতা কামাল হোসেন (৪৩) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়।
কামাল হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের মোকলেছ হোসেনের ছেলে। তিনি খুলনা মহানগর যুবদলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর নাশকতার মামলায় গ্রেপ্তারের পর ৫৩ দিন ধরে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন কামাল হোসেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ বুধবার দুপুরে নিহত কামাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৫০ শয্যা বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল ইসলাম স্বর্ণ বলেন, ‘রাত সোয়া ১১টার দিকে ওই হাজতিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরে কোনো চিহ্ন পায়নি। আর যারা (কারারক্ষী) তাকে নিয়ে আসছে-তারাও সেভাবে হিস্ট্রি (উপসর্গ) বলতে পরেনি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘যুবদল নেতা কামাল হোসেন খুলনায় থাকতেন। তিনি সেখানেই রাজনীতি করতেন। গত নভেম্বরে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ তাঁকে ধরে নিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।’
বাগেরহাট জেলা কারাগারের সুপার (ভারপ্রাপ্ত) শংকর কুমার মজুমদার বলেন, ‘কামাল হোসেন হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। সে এলার্জি, গ্যাসের সমস্যার জন্য হাসপাতালে গেছে, চিকিৎসা নিছে। কিন্তু এছাড়া তাঁর মারাত্মক কোনো সমস্যা ছিল না। সারা দিনই তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। ১০টা সাড়ে ১০টার দিকে ঘুমায় পড়ছেন। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে যান। আশেপাশের সিটে যারা আছেন তারা দেখে কারাগারে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাঁকে এখান থেকে জরুরি ভিত্তিতে জেলা হাসপাতালে পাঠাইছি। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর ওরা বলছে মারা গেছে।’

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে