কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন। আজ বুধবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের মধ্য দিয়েই জেলায় সাংস্কৃতিক চর্চায় এক নতুন মাত্রা যোগ হয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, রংপুরের নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেন।
জানা যায়, কুষ্টিয়ার মজমপুর এলাকায় এক একর জায়গার ওপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এ শিল্পকলা একাডেমিটি নির্মাণ করেছেন। চারতলা বিশিষ্ট একাডেমিতে রয়েছে অত্যাধুনিক কমপ্লেক্স। রয়েছে তিনটি অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম, ৫০ আসনের একটি কনফারেন্স রুম ও মুক্ত মঞ্চ। ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একাডেমিতে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, ঢাকার পরেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অবস্থান। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন।
ভবন নির্মাণের সময় তত্ত্বাবধান করেছেন-কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। রাষ্ট্রীয় কাজে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। ফলে তিনি মোবাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কুষ্টিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কুষ্টিয়াবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হল। কুষ্টিয়াবাসীকে আওয়ামী লীগের পতাকাতলে এসে উন্নয়নের রাজনীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে শিল্পকলা ভবনের উদ্বোধনের ঘোষণার পর তাঁর পক্ষে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে অস্থায়ী ফলক উন্মোচন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।

কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন। আজ বুধবার বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের মধ্য দিয়েই জেলায় সাংস্কৃতিক চর্চায় এক নতুন মাত্রা যোগ হয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার, রংপুরের নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেন।
জানা যায়, কুষ্টিয়ার মজমপুর এলাকায় এক একর জায়গার ওপর প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এ শিল্পকলা একাডেমিটি নির্মাণ করেছেন। চারতলা বিশিষ্ট একাডেমিতে রয়েছে অত্যাধুনিক কমপ্লেক্স। রয়েছে তিনটি অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম, ৫০ আসনের একটি কনফারেন্স রুম ও মুক্ত মঞ্চ। ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
একাডেমিতে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, ঢাকার পরেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অবস্থান। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি ভবন।
ভবন নির্মাণের সময় তত্ত্বাবধান করেছেন-কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। রাষ্ট্রীয় কাজে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। ফলে তিনি মোবাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কুষ্টিয়াবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কুষ্টিয়াবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হল। কুষ্টিয়াবাসীকে আওয়ামী লীগের পতাকাতলে এসে উন্নয়নের রাজনীতির প্রতি সমর্থন জানানোর আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে শিল্পকলা ভবনের উদ্বোধনের ঘোষণার পর তাঁর পক্ষে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সভাকক্ষে অস্থায়ী ফলক উন্মোচন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জজ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সংস্কৃতি বিষয়ক সচিব আবুল মনসুর।

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
২২ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
৩৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে