দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে মাছ শিকারে পদ্মায় নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ মাছ না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁদের। রুপালি ইলিশের পাশাপাশি নদীতে নানা ধরনের মাছ শিকারে জন্য নামেন তারা। তবে কোনো মাছ তাঁদের জালে আটকা পরছে না বলে জানিয়েছেন জেলেরা।
এ দিকে উপজেলা মৎস্য বিভাগ বলছে, নদীতে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এমনটি হতে পারে। তা ছাড়া নদীর পানি কোনো কারণে বিষাক্ত হয়ে পড়ে এমনটি হতে পারে।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পদ্মা নদীতে জাল ফেলে ইলিশ মাছের পাশাপাশি নদীর কোনো মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা, উপজেলার আড়তে জেলেরা মাছ বিক্রি করে থাকেন। তবে নদীতে মাছ না পাওয়ায় সেসব জায়গায় এখন আর মাছ দিতে পারছেন না তাঁরা।
উপজেলার ফিলিপনগর, চিলমারী, রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের পদ্মার ঘাটে রোববার সকালে গিয়ে দেখা যায়, রাতভর নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খালি হাতে পাড়ে ফিরছেন জেলেরা। জালে ধরা পড়েছে মাত্র কয়েকটি জাটকা ইলিশ ও নদীর কিছু ছোট মাছ।
এ বিষয়ে মরিচা ইউনিয়নের জেলে আমিরুল জানান, গত কয়েক বছরে পদ্মায় ইলিশের এমন আকাল দেখা যায়নি। এর আগে নিষেধাজ্ঞা শেষে প্রচুর পরিমাণে ইলিশ জালে ধরা পড়েছে। কিন্তু এ কয়দিন ইলিশ তো দূরের কথা নদীর কোনো কিছুর দেখা মিলছে না।
ফিলিপনগর ইউনিয়নের মমিন নামে আরেক জেলে বলেন, এবার আর ইলিশ পাওয়া যাচ্ছে না। অন্য মাছও পাওয়া যাচ্ছে না আগের মতো। এখন খালি হাতে ফিরতে হচ্ছে।
ফিলিপনগর ইউনিয়নের এক মাছ বিক্রেতা আলাউদ্দিন উদ্দিন বলেন, তিনি কয়েক দিন ধরে নদীতে মাছ কিনতে আসেন। তবে পরিমাণ মতো মাছ না থাকায় তিনি মাছ কিনে বাজারে যেতে পারছেন না। এখন এ রকম চলতে থাকলে পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, সাগর থেকে মা ইলিশ স্রোতে উজানে ডিম ছাড়ার জন্য নদীতে আসে ডিম ছাড়া হয়ে গেলে আবার ফিরে যায়। তা ছাড়া নদীতে মাছের পরি মান কমে গেলেও এমনটি হতে পারে।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত সোমবার মধ্যরাত থেকে মাছ শিকারে পদ্মায় নেমেছেন জেলেরা। তবে আশানুরূপ মাছ না পেয়ে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাঁদের। রুপালি ইলিশের পাশাপাশি নদীতে নানা ধরনের মাছ শিকারে জন্য নামেন তারা। তবে কোনো মাছ তাঁদের জালে আটকা পরছে না বলে জানিয়েছেন জেলেরা।
এ দিকে উপজেলা মৎস্য বিভাগ বলছে, নদীতে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় এমনটি হতে পারে। তা ছাড়া নদীর পানি কোনো কারণে বিষাক্ত হয়ে পড়ে এমনটি হতে পারে।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পদ্মা নদীতে জাল ফেলে ইলিশ মাছের পাশাপাশি নদীর কোনো মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা, উপজেলার আড়তে জেলেরা মাছ বিক্রি করে থাকেন। তবে নদীতে মাছ না পাওয়ায় সেসব জায়গায় এখন আর মাছ দিতে পারছেন না তাঁরা।
উপজেলার ফিলিপনগর, চিলমারী, রামকৃষ্ণপুর ও মরিচা ইউনিয়নের পদ্মার ঘাটে রোববার সকালে গিয়ে দেখা যায়, রাতভর নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খালি হাতে পাড়ে ফিরছেন জেলেরা। জালে ধরা পড়েছে মাত্র কয়েকটি জাটকা ইলিশ ও নদীর কিছু ছোট মাছ।
এ বিষয়ে মরিচা ইউনিয়নের জেলে আমিরুল জানান, গত কয়েক বছরে পদ্মায় ইলিশের এমন আকাল দেখা যায়নি। এর আগে নিষেধাজ্ঞা শেষে প্রচুর পরিমাণে ইলিশ জালে ধরা পড়েছে। কিন্তু এ কয়দিন ইলিশ তো দূরের কথা নদীর কোনো কিছুর দেখা মিলছে না।
ফিলিপনগর ইউনিয়নের মমিন নামে আরেক জেলে বলেন, এবার আর ইলিশ পাওয়া যাচ্ছে না। অন্য মাছও পাওয়া যাচ্ছে না আগের মতো। এখন খালি হাতে ফিরতে হচ্ছে।
ফিলিপনগর ইউনিয়নের এক মাছ বিক্রেতা আলাউদ্দিন উদ্দিন বলেন, তিনি কয়েক দিন ধরে নদীতে মাছ কিনতে আসেন। তবে পরিমাণ মতো মাছ না থাকায় তিনি মাছ কিনে বাজারে যেতে পারছেন না। এখন এ রকম চলতে থাকলে পরিজন নিয়ে বেঁচে থাকা দায় হয়ে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, সাগর থেকে মা ইলিশ স্রোতে উজানে ডিম ছাড়ার জন্য নদীতে আসে ডিম ছাড়া হয়ে গেলে আবার ফিরে যায়। তা ছাড়া নদীতে মাছের পরি মান কমে গেলেও এমনটি হতে পারে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে