অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে অবৈধভাবে গাছের গুঁড়ি পুড়িয়ে কয়লা তৈরি করায় ব্যবহৃত ১১৩টি চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। জব্দ করা হয়েছে ৬০ বস্তা কয়লাসহ একটি নসিমন (ইঞ্জিনচালিত থ্রি–হুইলার) ও ভ্যানগাড়ি।
অভিযানে নেতৃত্ব দেওয়া যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে চুল্লি মালিকদের পাওয়া যায়নি। তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় ১৫ ব্যক্তি জনবসতিপূর্ণ এলাকায় ১১৩টি চুল্লি স্থাপন করে। প্রতিটি চুল্লিতে একবারে ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। ৮–১০ দিন পোড়ানোর পর চুল্লি থেকে কয়লা বের করা হয়। এ সময় ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে এলাকায় শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে ফসলের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩টি অবৈধ চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। এ সময় ৬০ বস্তা কয়লাসহ একটি নসিমন ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলে চুল্লি মালিকেরা উপস্থিত না থাকলেও তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানান থান্দার কামরুজ্জামান।
যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যশোরের অভয়নগরে অবৈধভাবে গাছের গুঁড়ি পুড়িয়ে কয়লা তৈরি করায় ব্যবহৃত ১১৩টি চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। জব্দ করা হয়েছে ৬০ বস্তা কয়লাসহ একটি নসিমন (ইঞ্জিনচালিত থ্রি–হুইলার) ও ভ্যানগাড়ি।
অভিযানে নেতৃত্ব দেওয়া যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে চুল্লি মালিকদের পাওয়া যায়নি। তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।
পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় ১৫ ব্যক্তি জনবসতিপূর্ণ এলাকায় ১১৩টি চুল্লি স্থাপন করে। প্রতিটি চুল্লিতে একবারে ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। ৮–১০ দিন পোড়ানোর পর চুল্লি থেকে কয়লা বের করা হয়। এ সময় ধোঁয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে এলাকায় শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে ফসলের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান আজকের পত্রিকাকে জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩টি অবৈধ চুল্লি ভেঙে দেওয়া হয়েছে। এ সময় ৬০ বস্তা কয়লাসহ একটি নসিমন ও ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলে চুল্লি মালিকেরা উপস্থিত না থাকলেও তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানান থান্দার কামরুজ্জামান।
যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১৭ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
৪৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে