বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঘাটতি মেটানোসহ রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের সহযোগিতা বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্য আমদানি।
জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে চলছে মন্দা। দেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। তবে এ মন্দার মধ্যে যাতে দেশ খাদ্যঘাটতির কবলে না পড়ে এবং রোজার মধ্যে যাতে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমদানিকারকদের সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
এতে ব্যাংক এলসির সুবিধা বাড়ানোয় আমদানির পরিমাণ বেড়েছে। অন্যান্য সময় খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ দিনে ৫০ ট্রাক হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ ট্রাকের কাছাকাছি। ভারত থেকে আমদানি করা খাদ্যদ্রবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, আপেল, টমেটো, আঙুর, কমলা ও ডালিম। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজার স্থিতিশীল রয়েছে।
ক্রেতা আজিম জানান, খাদ্যদ্রবের আমদানি বাড়লেও বাজারে দাম কমছে না। এ ক্ষেত্রে সরকারের বাজার তদারকি বাড়াতে হবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, খাদ্যদ্রব্য আমদানিতে ব্যাংকের সহযোগিতা মিলছে। এতে বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, খাদ্যদ্রব্য আমদানিতে সহযোগিতার নির্দেশ দিয়েছে সরকার। এতে এলসিতে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬৮ ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। আমদানি করা খাদ্যদ্রব্য যাতে বন্দর থেকে দ্রুত ছাড় হয়, সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী জানান, আমদানি করা খাদ্যদ্রব্য রোগজীবাণুমুক্ত কি না, তা পরীক্ষা করে বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঘাটতি মেটানোসহ রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের সহযোগিতা বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্য আমদানি।
জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে চলছে মন্দা। দেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। তবে এ মন্দার মধ্যে যাতে দেশ খাদ্যঘাটতির কবলে না পড়ে এবং রোজার মধ্যে যাতে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমদানিকারকদের সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
এতে ব্যাংক এলসির সুবিধা বাড়ানোয় আমদানির পরিমাণ বেড়েছে। অন্যান্য সময় খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ দিনে ৫০ ট্রাক হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ ট্রাকের কাছাকাছি। ভারত থেকে আমদানি করা খাদ্যদ্রবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, আপেল, টমেটো, আঙুর, কমলা ও ডালিম। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজার স্থিতিশীল রয়েছে।
ক্রেতা আজিম জানান, খাদ্যদ্রবের আমদানি বাড়লেও বাজারে দাম কমছে না। এ ক্ষেত্রে সরকারের বাজার তদারকি বাড়াতে হবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, খাদ্যদ্রব্য আমদানিতে ব্যাংকের সহযোগিতা মিলছে। এতে বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, খাদ্যদ্রব্য আমদানিতে সহযোগিতার নির্দেশ দিয়েছে সরকার। এতে এলসিতে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬৮ ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। আমদানি করা খাদ্যদ্রব্য যাতে বন্দর থেকে দ্রুত ছাড় হয়, সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী জানান, আমদানি করা খাদ্যদ্রব্য রোগজীবাণুমুক্ত কি না, তা পরীক্ষা করে বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৫ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে