বেনাপোল (যশোর) প্রতিনিধি

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঘাটতি মেটানোসহ রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের সহযোগিতা বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্য আমদানি।
জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে চলছে মন্দা। দেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। তবে এ মন্দার মধ্যে যাতে দেশ খাদ্যঘাটতির কবলে না পড়ে এবং রোজার মধ্যে যাতে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমদানিকারকদের সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
এতে ব্যাংক এলসির সুবিধা বাড়ানোয় আমদানির পরিমাণ বেড়েছে। অন্যান্য সময় খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ দিনে ৫০ ট্রাক হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ ট্রাকের কাছাকাছি। ভারত থেকে আমদানি করা খাদ্যদ্রবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, আপেল, টমেটো, আঙুর, কমলা ও ডালিম। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজার স্থিতিশীল রয়েছে।
ক্রেতা আজিম জানান, খাদ্যদ্রবের আমদানি বাড়লেও বাজারে দাম কমছে না। এ ক্ষেত্রে সরকারের বাজার তদারকি বাড়াতে হবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, খাদ্যদ্রব্য আমদানিতে ব্যাংকের সহযোগিতা মিলছে। এতে বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, খাদ্যদ্রব্য আমদানিতে সহযোগিতার নির্দেশ দিয়েছে সরকার। এতে এলসিতে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬৮ ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। আমদানি করা খাদ্যদ্রব্য যাতে বন্দর থেকে দ্রুত ছাড় হয়, সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী জানান, আমদানি করা খাদ্যদ্রব্য রোগজীবাণুমুক্ত কি না, তা পরীক্ষা করে বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ঘাটতি মেটানোসহ রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের সহযোগিতা বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে খাদ্যদ্রব্য আমদানি।
জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে চলছে মন্দা। দেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। তবে এ মন্দার মধ্যে যাতে দেশ খাদ্যঘাটতির কবলে না পড়ে এবং রোজার মধ্যে যাতে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য আমদানিকারকদের সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সরকার।
এতে ব্যাংক এলসির সুবিধা বাড়ানোয় আমদানির পরিমাণ বেড়েছে। অন্যান্য সময় খাদ্যদ্রব্য আমদানির পরিমাণ দিনে ৫০ ট্রাক হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০০ ট্রাকের কাছাকাছি। ভারত থেকে আমদানি করা খাদ্যদ্রবের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, আপেল, টমেটো, আঙুর, কমলা ও ডালিম। এতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যের বাজার স্থিতিশীল রয়েছে।
ক্রেতা আজিম জানান, খাদ্যদ্রবের আমদানি বাড়লেও বাজারে দাম কমছে না। এ ক্ষেত্রে সরকারের বাজার তদারকি বাড়াতে হবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, খাদ্যদ্রব্য আমদানিতে ব্যাংকের সহযোগিতা মিলছে। এতে বর্তমানে আমদানির পরিমাণ বেড়েছে।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, খাদ্যদ্রব্য আমদানিতে সহযোগিতার নির্দেশ দিয়েছে সরকার। এতে এলসিতে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, গতকাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬৮ ট্রাক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমদানি হয়েছে। আমদানি করা খাদ্যদ্রব্য যাতে বন্দর থেকে দ্রুত ছাড় হয়, সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী জানান, আমদানি করা খাদ্যদ্রব্য রোগজীবাণুমুক্ত কি না, তা পরীক্ষা করে বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৫ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৭ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩১ মিনিট আগে