কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল।
জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল।
জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৩ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩১ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৩৪ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২ ঘণ্টা আগে