
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনন্দ মণ্ডল ও নিখিল মণ্ডল নামের দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে একটি সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তিনটি পরিবার চার দিন ধরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। ঘটনাটি ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা দক্ষিণপাড়া গ্রামে। এ ঘটনায় গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অবরুদ্ধ হয়ে পড়া গোপাল ঢালীর ছেলে প্রশান্ত ঢালী অভিযোগ করে বলেন, তাঁরা একই পাড়ায় বেশ কিছু পরিবার মিলেমিশে বসবাস করেন। তাঁদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। সামান্য তর্কবিতর্কের জেরে প্রতিবেশী অতুল মণ্ডলের ছেলে প্রভাবশালী আনন্দ মণ্ডল ও তাঁর সহযোগী নিখিল মণ্ডল রাস্তাটি রাতে বাঁশের বেড়া ও ইট দিয়ে সম্পূর্ণ চলাচল বন্ধ করে দিয়েছে। ইট বিছানো সরকারি ওই রাস্তা দিয়ে তাদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এখন অবরুদ্ধ হয়ে ডিঙি নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে।
প্রশান্ত ছাড়াও অবরুদ্ধ হয়ে পড়া ধীমান ঢালী ও গুরুপদ মজুমদারের পরিবার এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
এ ব্যাপারে প্রভাবশালী আনন্দ মণ্ডল বলেন, প্রশান্ত ঢালী তাঁকে নিয়ে আজেবাজে কথা বলেছেন। এ কারণে তিনি রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রশান্ত তাঁর কাছে ক্ষমা না চাইলে ওই রাস্তা অবরুদ্ধ থাকবে।
ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন, তিনি আনন্দ মণ্ডলকে রাস্তা খুলে দিতে বলেছেন। এরপর কী হয়েছে, তাঁকে কেউ কিছু জানায়নি।
ইউএনও আবদুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে তাঁর কাছে লিখিত অভিযোগ এসেছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে