Ajker Patrika

জেলি ঢোকানো ১ টন চিংড়ি জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
জেলি ঢোকানো ১ টন চিংড়ি জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে জেলি ঢোকানো ১ টন চিংড়ি জব্দ করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিক রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার ভোরে যশোর শহরতলীর রাজারহাট এলাকায় রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ট্রাকভর্তি এই চিংড়ি মাছ জব্দ করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর এক ট্রাক চিংড়ি মাছ বাজারজাতকরণের উদ্দেশ্যে সাতক্ষীরা থেকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। এরপর শনিবার গভীর রাতে র‍্যাবের একটি দল যশোর শহরতলীর রাজাহাট এলাকায় মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি একটি ট্রাক আটক করে পরীক্ষা করা হয়। এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। এ জন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা লঙ্ঘন করার অপরাধে চিংড়ি মাছের মালিক যশোরের কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ, যশোর জেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত চিংড়ি মাছ উপস্থিত জনগণের সামনে ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত