দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে খোদ নিজ দলের স্থানীয় নেতাদের নামে ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন বিএনপি দলীয় স্বতন্ত্র প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান মন্টি। গেল ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ নেন তিনি। গতকাল শনিবার সকালে উপজেলার রিফায়েতপুর বাজারে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটের দুই দিন আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আওয়ামী লীগ-সমর্থিত নৌকা প্রতীকের পক্ষে ও আওয়ামী লীগের বিদ্রোহীদের পক্ষে মাঠে নামেন, যার ফলে উপজেলাব্যাপী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে। ১৩টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা তৃতীয়-চতুর্থ অবস্থানে থাকে। সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে মন্টি বলেন, এখানে সারা বছর দলীয় বা জাতীয় দিবসে বিএনপির কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কর্মসূচি পালন করা হয় না। অথচ নির্বাচন এলে ঘটা করে বাণিজ্য করার প্রয়াসে তৎপর হয়ে ওঠেন কিছু সুবিধাবাদী নেতা। বিগত কয়েক বছর যাবৎ এই উপজেলায় বিএনপি দলীয় ভোট বিক্রির মহোৎসব চলে বলেও জোর দাবি জানান তিনি।
এর আগে বিভিন্ন নির্বাচনে বিএনপি না এলেও নৌকা প্রতীকের জন্য গোপনে বিএনপির নেতারা ভোট করেছেন বলেও দাবি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই নেতার। উপজেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম-নীতি অমান্যের অভিযোগ এনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান, দৌলতপুর উপজেলা বিএনপির অস্তিত্ব হুমকির মুখে।
জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবিদ হাসান মন্টির প্রয়াত পিতা ও বৃদ্ধ মাতা দুজনেই রিফায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এ অঞ্চলের সম্ভ্রান্ত পরিবার তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দৌলতপুর একসময় বিএনপির দুর্গ হিসাবে পরিচিত ছিল, যেখানে শাহ্ আজিজুর রহমান ও পঁচা মোল্লা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। দৌলতপুর বিএনপির সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের ভরাডুবি হচ্ছে।
গেল ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে একটিতে অনানুষ্ঠানিক বর্জন, একটিতে জয় এবং বাকি ১২টিতে ব্যাপক ভরাডুবি হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের। উপস্থিতরা জানান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাসহ অন্য নেতারা প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

কুষ্টিয়ার দৌলতপুরে খোদ নিজ দলের স্থানীয় নেতাদের নামে ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন বিএনপি দলীয় স্বতন্ত্র প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান মন্টি। গেল ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ নেন তিনি। গতকাল শনিবার সকালে উপজেলার রিফায়েতপুর বাজারে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ভোটের দুই দিন আগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা আওয়ামী লীগ-সমর্থিত নৌকা প্রতীকের পক্ষে ও আওয়ামী লীগের বিদ্রোহীদের পক্ষে মাঠে নামেন, যার ফলে উপজেলাব্যাপী সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের ব্যাপক পরাজয় ঘটে। ১৩টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা তৃতীয়-চতুর্থ অবস্থানে থাকে। সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে মন্টি বলেন, এখানে সারা বছর দলীয় বা জাতীয় দিবসে বিএনপির কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কর্মসূচি পালন করা হয় না। অথচ নির্বাচন এলে ঘটা করে বাণিজ্য করার প্রয়াসে তৎপর হয়ে ওঠেন কিছু সুবিধাবাদী নেতা। বিগত কয়েক বছর যাবৎ এই উপজেলায় বিএনপি দলীয় ভোট বিক্রির মহোৎসব চলে বলেও জোর দাবি জানান তিনি।
এর আগে বিভিন্ন নির্বাচনে বিএনপি না এলেও নৌকা প্রতীকের জন্য গোপনে বিএনপির নেতারা ভোট করেছেন বলেও দাবি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই নেতার। উপজেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম-নীতি অমান্যের অভিযোগ এনে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জানান, দৌলতপুর উপজেলা বিএনপির অস্তিত্ব হুমকির মুখে।
জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবিদ হাসান মন্টির প্রয়াত পিতা ও বৃদ্ধ মাতা দুজনেই রিফায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এ অঞ্চলের সম্ভ্রান্ত পরিবার তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দৌলতপুর একসময় বিএনপির দুর্গ হিসাবে পরিচিত ছিল, যেখানে শাহ্ আজিজুর রহমান ও পঁচা মোল্লা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন। দৌলতপুর বিএনপির সাংগঠনিক নৈতিকতার অবক্ষয়ের কারণে জনপ্রিয় নেতাদের ভরাডুবি হচ্ছে।
গেল ২৮ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে একটিতে অনানুষ্ঠানিক বর্জন, একটিতে জয় এবং বাকি ১২টিতে ব্যাপক ভরাডুবি হয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের। উপস্থিতরা জানান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাসহ অন্য নেতারা প্রতিটি ইউনিয়নে প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
১০ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে