Ajker Patrika

ইভ্যালির বিরুদ্ধে এবার যশোরে লিখিত অভিযোগ 

যশোর প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৪
ইভ্যালির বিরুদ্ধে এবার যশোরে লিখিত অভিযোগ 

এবার ইভ্যালির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন যশোরের জাহাঙ্গীর আলম চঞ্চল নামের একজন গ্রাহক। শনিবার সকালে যশোর কোতোয়ালি থানায় তিনি এ অভিযোগ দেন। ইভ্যালিতে ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করে সাড়ে তিন মাসেও মোটরসাইকেল বা টাকা কোনোটিই না পাওয়ায় তিনি এ অভিযোগ করেন। 

লিখিত অভিযোগে যশোর চাঁচরা এলাকার জাহাঙ্গীর আলম লেখেন, গত ২৯ মে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল কিনতে কয়েক কিস্তিতে ১ জুন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাস পার হয়ে গেলেও তিনি বাইক পাননি। ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। এতে ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, `আমরা অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে। মামলার এজাহারে আরিফ বাকের ইভ্যালিতে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করে না পেয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। 

এ মামলায় ৬ সেপ্টেম্বর মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত