তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ‘পাগলি’ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত রোববার বিকেলে তিনি এই সন্তানের জন্ম দেন। সন্তানের বাবা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ওই নারী।
আজ বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, নতুন জামা–কাপড় পরে সুন্দর বিছানায় মায়ের পাশেই ফুটফুটে নবজাতক ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরপর সেবিকারা ফিডারে দুধ খাওয়াচ্ছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন বলেন, তালার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহানুভূতি’র সভাপতি আব্দুল আলিম ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক গর্ভবতী ছিন্নমূল নারীকে হাসপাতালে ভর্তি করেন। ১২ নভেম্বর সকালে তাঁর প্রসব বেদনা শুর হয়। বিকেলে সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সুস্থ আছে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি আব্দুল আলিম বলেন, ‘সহানুভূতি অসহায়, অসুস্থ ও ভবঘুরে মানুষকে নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী এই নারীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নবজাতকের নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তবে এই সন্তানের বাবার পরিচয় জানা সম্ভব হয়নি।’
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতি ও স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার ব্যয়ভার বহন করছে।
এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। আমি নিজে গিয়ে তাঁকে দেখে এসেছি। তাঁর চিকিৎসাসহ সব ধরনের খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চা দত্তক নিতে চায়, তাহলে যাচাই–বাছাই করে দত্তক দেওয়া হবে।’

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ‘পাগলি’ ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে আব্দুর রহমান। গত রোববার বিকেলে তিনি এই সন্তানের জন্ম দেন। সন্তানের বাবা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ওই নারী।
আজ বুধবার দুপুরে সরেজমিন দেখা যায়, নতুন জামা–কাপড় পরে সুন্দর বিছানায় মায়ের পাশেই ফুটফুটে নবজাতক ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরপর সেবিকারা ফিডারে দুধ খাওয়াচ্ছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাছিমা খাতুন বলেন, তালার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহানুভূতি’র সভাপতি আব্দুল আলিম ৩ নভেম্বর অসুস্থ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক গর্ভবতী ছিন্নমূল নারীকে হাসপাতালে ভর্তি করেন। ১২ নভেম্বর সকালে তাঁর প্রসব বেদনা শুর হয়। বিকেলে সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান সুস্থ আছে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি আব্দুল আলিম বলেন, ‘সহানুভূতি অসহায়, অসুস্থ ও ভবঘুরে মানুষকে নিয়ে কাজ করে। গত ৩ নভেম্বর খবর পেয়ে তালার খলিসখালী এলাকা থেকে গর্ভবতী এই নারীকে উদ্ধার করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। নবজাতকের নাম রাখা হয়েছে আব্দুর রহমান। তবে এই সন্তানের বাবার পরিচয় জানা সম্ভব হয়নি।’
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহানুভূতি ও স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার ব্যয়ভার বহন করছে।
এ বিষয়ে জানতে চাইলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানার পর তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। আমি নিজে গিয়ে তাঁকে দেখে এসেছি। তাঁর চিকিৎসাসহ সব ধরনের খোঁজখবর রাখছি। আইন অনুযায়ী যদি কেউ বাচ্চা দত্তক নিতে চায়, তাহলে যাচাই–বাছাই করে দত্তক দেওয়া হবে।’

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১২ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৬ মিনিট আগে