খুলনা প্রতিনিধি

খুলনায় নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় আদালত জামিন দেয় অন্য আট নেতা কর্মীকে। আজ বৃহস্পতিবার খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন।
মামলায় বিএনপির নেতা কর্মীরা উচ্চ আদালতের জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হলে জামিনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন-বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ, হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগর।
জামিন পাওয়া নেতারা হলেন–ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক।
আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, কৃষি উপকরণের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, উপজেলা আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতারা। একই দিনে দিঘলিয়া থানায়ও পৃথক মামলা করে পুলিশ।’ মামলার আসামিরা জামিনে ছিলেন বলে জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্যসচিব মো. মফিকুল আলম তুহিন।

খুলনায় নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় আদালত জামিন দেয় অন্য আট নেতা কর্মীকে। আজ বৃহস্পতিবার খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন।
মামলায় বিএনপির নেতা কর্মীরা উচ্চ আদালতের জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হলে জামিনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন-বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ, হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগর।
জামিন পাওয়া নেতারা হলেন–ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক।
আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, কৃষি উপকরণের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, উপজেলা আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতারা। একই দিনে দিঘলিয়া থানায়ও পৃথক মামলা করে পুলিশ।’ মামলার আসামিরা জামিনে ছিলেন বলে জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্যসচিব মো. মফিকুল আলম তুহিন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১৪ মিনিট আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
১ ঘণ্টা আগে