খুলনা প্রতিনিধি

খুলনায় নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় আদালত জামিন দেয় অন্য আট নেতা কর্মীকে। আজ বৃহস্পতিবার খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন।
মামলায় বিএনপির নেতা কর্মীরা উচ্চ আদালতের জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হলে জামিনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন-বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ, হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগর।
জামিন পাওয়া নেতারা হলেন–ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক।
আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, কৃষি উপকরণের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, উপজেলা আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতারা। একই দিনে দিঘলিয়া থানায়ও পৃথক মামলা করে পুলিশ।’ মামলার আসামিরা জামিনে ছিলেন বলে জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্যসচিব মো. মফিকুল আলম তুহিন।

খুলনায় নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় আদালত জামিন দেয় অন্য আট নেতা কর্মীকে। আজ বৃহস্পতিবার খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ রায় দেন।
মামলায় বিএনপির নেতা কর্মীরা উচ্চ আদালতের জামিন শেষে আজ নিম্ন আদালতে হাজির হলে জামিনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
জামিন না মঞ্জুর হওয়া নেতারা হলেন-বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ, হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগর।
জামিন পাওয়া নেতারা হলেন–ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতা মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক।
আসামি পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, কৃষি উপকরণের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, উপজেলা আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করে।’
তিনি আরও বলেন, ‘এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতারা। একই দিনে দিঘলিয়া থানায়ও পৃথক মামলা করে পুলিশ।’ মামলার আসামিরা জামিনে ছিলেন বলে জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলালসহ ১৩ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্যসচিব মো. মফিকুল আলম তুহিন।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২৫ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে