যশোর প্রতিনিধি

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ‘অবৈধ’ টাকা লেনদেন করতেন পুলিশের এক এএসআই। প্রায় ১ বছর এ ধরনের লেনদেন করলেও পরবর্তীতে আর রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে নির্যাতন করা হয়। সেই সঙ্গে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন, কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়াসহ তাকে মারধরে করা হয়। এ ছাড়াও তাঁর কাছ ২৫ লাখ টাকা পাবেন বলে দাবি করে আসছেন ওই পুলিশ সদস্য। বর্তমানে ওই ব্যবসায়ী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
আজ বুধবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন উজ্জ্বল বিশ্বাস (৩২) নামে এক ব্যবসায়ী। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন—যশোর পুলিশ লাইনের রিজার্ভ অফিসে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জ্বল বিশ্বাস দাবি করেন, যশোর শহরতলির পালবাড়ি মোড়ে ইলেকট্রনিকসের দোকান রয়েছে তাঁর। দোকানে কাজের সুবাদে আসা-যাওয়ার একপর্যায়ে এএসআই আশীষের সঙ্গে তাঁর পরিচয় হয়। আশীষ তাঁর বড় ভাই হিসেবে সখ্য গড়ে তোলেন। পরবর্তীতে এএসআই আশীষ ব্যস্ত থাকার অজুহাতে উজ্জ্বল বিশ্বাসের অ্যাকাউন্ট ব্যবহার করে ছোটখাটো লেনদেন শুরু করেন। একপর্যায়ে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেন শুরু করেন। একদিন দুই পুলিশ সদস্য এএসআই আশীষের জন্য তাঁর কাছে ১৪ লাখ টাকা রেখে যান। এরপর আশীষ ফোন করে ওই টাকা উজ্জ্বলের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে বলেন। পরবর্তী সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস আরও দাবি করেন, এএসআই আশীষ ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ৬৫ লাখ টাকা লেনদেন করেছেন। এত টাকা লেনদেনের বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি ধারাবাহিক এ লেনদেন করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর নির্যাতন শুরু করেন এএসআই আশীষ।
উজ্জ্বল বিশ্বাসের দাবি, এএসআই আশীষ তাঁর দোকানে ভাঙচুর করে সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও পাসওয়ার্ডসহ দুটি ব্যাংকের কার্ড ছিনিয়ে নেন এবং তাকে মারধর করেন। পাশাপাশি পাঁচ লাখ টাকার একটি চেকে এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এরপর থেকে এএসআই আশীষ তাঁর কাছে ২৫ লাখ টাকা পাবেন দাবি করে আটক ও গুমের হুমকি দিয়ে আসছেন। সেই সঙ্গে এএসআই আশীষ নিজেকে ডিআইজির লোক পরিচয় দিয়ে হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন। বর্তমানে তিনি (উজ্জ্বল বিশ্বাস) প্রাণ রক্ষায় পালিয়ে বেড়াচ্ছেন।
এ দিকে অভিযোগের বিষয়ে জানতে এএসআই আশীষের ব্যবহৃত মোবাইল নম্বরে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, সেই উজ্জ্বল বিশ্বাসের নামে অনেক অভিযোগ রয়েছে। তিনি মাদকসহ অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি অন্য পথে নিতে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।’
নির্যাতন প্রসঙ্গে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ‘অবৈধ’ টাকা লেনদেন করতেন পুলিশের এক এএসআই। প্রায় ১ বছর এ ধরনের লেনদেন করলেও পরবর্তীতে আর রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে নির্যাতন করা হয়। সেই সঙ্গে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর, সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন, কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়াসহ তাকে মারধরে করা হয়। এ ছাড়াও তাঁর কাছ ২৫ লাখ টাকা পাবেন বলে দাবি করে আসছেন ওই পুলিশ সদস্য। বর্তমানে ওই ব্যবসায়ী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
আজ বুধবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন উজ্জ্বল বিশ্বাস (৩২) নামে এক ব্যবসায়ী। অভিযুক্ত পুলিশ সদস্য হলেন—যশোর পুলিশ লাইনের রিজার্ভ অফিসে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশীষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জ্বল বিশ্বাস দাবি করেন, যশোর শহরতলির পালবাড়ি মোড়ে ইলেকট্রনিকসের দোকান রয়েছে তাঁর। দোকানে কাজের সুবাদে আসা-যাওয়ার একপর্যায়ে এএসআই আশীষের সঙ্গে তাঁর পরিচয় হয়। আশীষ তাঁর বড় ভাই হিসেবে সখ্য গড়ে তোলেন। পরবর্তীতে এএসআই আশীষ ব্যস্ত থাকার অজুহাতে উজ্জ্বল বিশ্বাসের অ্যাকাউন্ট ব্যবহার করে ছোটখাটো লেনদেন শুরু করেন। একপর্যায়ে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেন শুরু করেন। একদিন দুই পুলিশ সদস্য এএসআই আশীষের জন্য তাঁর কাছে ১৪ লাখ টাকা রেখে যান। এরপর আশীষ ফোন করে ওই টাকা উজ্জ্বলের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখতে বলেন। পরবর্তী সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।
ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস আরও দাবি করেন, এএসআই আশীষ ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত তাঁর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় ৬৫ লাখ টাকা লেনদেন করেছেন। এত টাকা লেনদেনের বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি ধারাবাহিক এ লেনদেন করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর নির্যাতন শুরু করেন এএসআই আশীষ।
উজ্জ্বল বিশ্বাসের দাবি, এএসআই আশীষ তাঁর দোকানে ভাঙচুর করে সিসি ক্যামেরার ডিভিআর মেশিন, হার্ডডিস্ক ও পাসওয়ার্ডসহ দুটি ব্যাংকের কার্ড ছিনিয়ে নেন এবং তাকে মারধর করেন। পাশাপাশি পাঁচ লাখ টাকার একটি চেকে এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন। এরপর থেকে এএসআই আশীষ তাঁর কাছে ২৫ লাখ টাকা পাবেন দাবি করে আটক ও গুমের হুমকি দিয়ে আসছেন। সেই সঙ্গে এএসআই আশীষ নিজেকে ডিআইজির লোক পরিচয় দিয়ে হুমকি-ধমকি অব্যাহত রেখেছেন। বর্তমানে তিনি (উজ্জ্বল বিশ্বাস) প্রাণ রক্ষায় পালিয়ে বেড়াচ্ছেন।
এ দিকে অভিযোগের বিষয়ে জানতে এএসআই আশীষের ব্যবহৃত মোবাইল নম্বরে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘যিনি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, সেই উজ্জ্বল বিশ্বাসের নামে অনেক অভিযোগ রয়েছে। তিনি মাদকসহ অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি অন্য পথে নিতে তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।’
নির্যাতন প্রসঙ্গে এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে