মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্কে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া মাদ্রাসাছাত্র হলো মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইসরাফিল (১৫)। সে উপজেলা সদরের কাশিমুল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসাছাত্রের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি বলেন, ‘ইসরাফিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের পরিচালক সাদাব ইয়াছিন বলেন, ‘ঈদের দিনদুপুরে ইসরাফিলসহ তিনজন সহপাঠী পার্কের হ্রদে নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা পাড়ে ভিড়িয়ে হ্রদে নেমে পড়ে সে। এরপর আবারও লাফ দিয়ে নৌকায় উঠতে গিয়ে উল্টে পড়ে যায় ইসরাফিল।
সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় ইসরাফিল। একপর্যায়ে তাকে পানির নিচ থেকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনেন। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাদ্রাসাছাত্র ইসরাফিলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, পানিতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খাগড়াছড়ির মানিকছড়িতে পার্কে ঘুরতে গিয়ে হ্রদের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া মাদ্রাসাছাত্র হলো মানিকছড়ি গুচ্ছগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে ইসরাফিল (১৫)। সে উপজেলা সদরের কাশিমুল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসাছাত্রের মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন। তিনি বলেন, ‘ইসরাফিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’
মানিকছড়ি ডিসি অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজম পার্কের পরিচালক সাদাব ইয়াছিন বলেন, ‘ঈদের দিনদুপুরে ইসরাফিলসহ তিনজন সহপাঠী পার্কের হ্রদে নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা পাড়ে ভিড়িয়ে হ্রদে নেমে পড়ে সে। এরপর আবারও লাফ দিয়ে নৌকায় উঠতে গিয়ে উল্টে পড়ে যায় ইসরাফিল।
সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় ইসরাফিল। একপর্যায়ে তাকে পানির নিচ থেকে স্বেচ্ছাসেবীরা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে আনেন। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন জানান, মাদ্রাসাছাত্র ইসরাফিলকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, পানিতে তলিয়ে যাওয়া মাদ্রাসাছাত্রকে স্বেচ্ছাসেবীরা তুলে হাসপাতালে আনলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
২৬ মিনিট আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
৩০ মিনিট আগে
বাড্ডায় সড়ক ছেড়ে গেছেন অবরোধরত ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এতে কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার ফুজি টাওয়ার এলাকায় অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৪১ মিনিট আগে
অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী ও এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে