খাগড়াছড়ি প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়িসহ ১৩ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু রেড জোন ঘোষণা করলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো প্রবণতা নেই। জেলার পর্যটনকেন্দ্র থেকে শুরু করে হাট-বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই সচেতন না হলে খাগড়াছড়িতে সংক্রমণের হার আরও বাড়বে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাজারগুলো আগের মতোই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম রয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক না পরে বাজারে এসেছেন। খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা কমলেও যারা ঘুরতে আসছেন, তাদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা সংক্রমণের হার মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘যারা করোনার লক্ষণ নিয়ে আসছে তাদের আমরা নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এতে ৫০ শতাংশের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে মাস্ক পরানোর জন্য বাধ্য করা হচ্ছে।’
এদিকে পর্যটনকেন্দ্র, শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক না পরার কারণে অনেককে জরিমানা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই জেলা সদর ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়িসহ ১৩ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু রেড জোন ঘোষণা করলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো প্রবণতা নেই। জেলার পর্যটনকেন্দ্র থেকে শুরু করে হাট-বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই সচেতন না হলে খাগড়াছড়িতে সংক্রমণের হার আরও বাড়বে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাজারগুলো আগের মতোই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম রয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক না পরে বাজারে এসেছেন। খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা কমলেও যারা ঘুরতে আসছেন, তাদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা সংক্রমণের হার মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘যারা করোনার লক্ষণ নিয়ে আসছে তাদের আমরা নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এতে ৫০ শতাংশের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে মাস্ক পরানোর জন্য বাধ্য করা হচ্ছে।’
এদিকে পর্যটনকেন্দ্র, শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক না পরার কারণে অনেককে জরিমানা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই জেলা সদর ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলবে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪১ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে