খাগড়াছড়ি প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়িসহ ১৩ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু রেড জোন ঘোষণা করলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো প্রবণতা নেই। জেলার পর্যটনকেন্দ্র থেকে শুরু করে হাট-বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই সচেতন না হলে খাগড়াছড়িতে সংক্রমণের হার আরও বাড়বে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাজারগুলো আগের মতোই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম রয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক না পরে বাজারে এসেছেন। খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা কমলেও যারা ঘুরতে আসছেন, তাদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা সংক্রমণের হার মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘যারা করোনার লক্ষণ নিয়ে আসছে তাদের আমরা নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এতে ৫০ শতাংশের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে মাস্ক পরানোর জন্য বাধ্য করা হচ্ছে।’
এদিকে পর্যটনকেন্দ্র, শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক না পরার কারণে অনেককে জরিমানা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই জেলা সদর ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়িসহ ১৩ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু রেড জোন ঘোষণা করলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো প্রবণতা নেই। জেলার পর্যটনকেন্দ্র থেকে শুরু করে হাট-বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই সচেতন না হলে খাগড়াছড়িতে সংক্রমণের হার আরও বাড়বে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাজারগুলো আগের মতোই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম রয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক না পরে বাজারে এসেছেন। খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা কমলেও যারা ঘুরতে আসছেন, তাদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা সংক্রমণের হার মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘যারা করোনার লক্ষণ নিয়ে আসছে তাদের আমরা নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এতে ৫০ শতাংশের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে মাস্ক পরানোর জন্য বাধ্য করা হচ্ছে।’
এদিকে পর্যটনকেন্দ্র, শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক না পরার কারণে অনেককে জরিমানা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই জেলা সদর ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলবে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
১০ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
২১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
২৬ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
৩৩ মিনিট আগে