মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোট গ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শুধু মহালছড়ির মাইসছড়ি ইউপির একটি কেন্দ্রে হবে নির্বাচন। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
জানা যায়, মাইসছড়ি ইউপিতে স্থগিত হওয়া ২ নম্বর ওয়ার্ডের ভোটার রয়েছেন ১ হাজার ৩০৫ জন। তাঁদের মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২ জনের অধিক প্রবাসে আছেন। অবশিষ্ট রয়েছে ১ হাজার ২৫৫ ভোট। কিন্তু নৌকা প্রার্থীর প্রয়োজন ১ হাজার ২২৯ ভোট। আর আনারসের দরকার ২৮ ভোট।
মহালছড়ি উপজেলার মাইসছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা নৌকা প্রার্থী গিয়াস উদ্দিনের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় তেমন ঝুঁকি না থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উৎকণ্ঠায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
আশঙ্কার কথা জানিয়ে এক মেম্বার প্রার্থী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে সারা দিন বসে না থাকলে ভোট ডাকাতি ঠেকানো যাবে না।
নির্বাচনে জয়ের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা বলেন, ‘এ ওয়ার্ডে ১ হাজার ৩০৫ জন ভোটারের মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২ জন বিদেশে আছেন। অবশিষ্ট ১ হাজার ২৫৫ জনের মধ্যে অধিকাংশই আমার সমর্থক। যারা কখনো আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দেয়নি এবং দিবেও না। তারা আমাকে ভোট দিয়ে চারবার চেয়ারম্যান বানিয়েছিল, এবারও বানাবে। আমার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তিনবার মেম্বার নির্বাচনে এবং গতবার চেয়ারম্যান নির্বাচনে ব্যর্থ হয়েছেন। আমি ১ হাজার ১৯৯ ভোটে এগিয়ে আছি মানে বিজয়ী হব।’
সাজাই মারমা আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন নিশ্চিত পরাজয় জেনে ভোটারদের বিভিন্ন হুমকি দিচ্ছেন। ভোটারদের জনসমক্ষে ব্যালটে সিল না মারলে কিংবা তাঁর নিজের এজেন্টদের কাছে ব্যালট জমা না দিলে ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।’
নির্বাচনে জয়ের বিষয়ে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, ‘অন্য ৮ ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডের বিষয়টি আলাদা। এ কেন্দ্রে সব ভোটার বাঙালি। স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িকতার একটা বিষয় থাকে। কাজেই সব ভোটারকে উপস্থিত রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করছি সব ভোটারকে উপস্থিত করা সম্ভব হলে আমি নিশ্চিত জয়ী হব। প্রতিদ্বন্দ্বী সাজাই মারমার অভিযোগ সত্য নয়।’
নিরাপত্তার বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাচন অফিসার সুসমিকা চাকমা বলেন, মাইসছড়িতে স্থগিত কেন্দ্রে ভোটের দিন নিরাপত্তা বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হবে, তেমনি প্রয়োজনীয় সংখ্যক সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর নির্বাচনে স্থগিত হওয়া একটি কেন্দ্রের ভোট গ্রহণ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শুধু মহালছড়ির মাইসছড়ি ইউপির একটি কেন্দ্রে হবে নির্বাচন। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
জানা যায়, মাইসছড়ি ইউপিতে স্থগিত হওয়া ২ নম্বর ওয়ার্ডের ভোটার রয়েছেন ১ হাজার ৩০৫ জন। তাঁদের মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২ জনের অধিক প্রবাসে আছেন। অবশিষ্ট রয়েছে ১ হাজার ২৫৫ ভোট। কিন্তু নৌকা প্রার্থীর প্রয়োজন ১ হাজার ২২৯ ভোট। আর আনারসের দরকার ২৮ ভোট।
মহালছড়ি উপজেলার মাইসছড়িতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা নৌকা প্রার্থী গিয়াস উদ্দিনের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় তেমন ঝুঁকি না থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উৎকণ্ঠায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
আশঙ্কার কথা জানিয়ে এক মেম্বার প্রার্থী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে সারা দিন বসে না থাকলে ভোট ডাকাতি ঠেকানো যাবে না।
নির্বাচনে জয়ের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা বলেন, ‘এ ওয়ার্ডে ১ হাজার ৩০৫ জন ভোটারের মধ্যে ৩৮ জন মারা গেছেন এবং ১২ জন বিদেশে আছেন। অবশিষ্ট ১ হাজার ২৫৫ জনের মধ্যে অধিকাংশই আমার সমর্থক। যারা কখনো আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দেয়নি এবং দিবেও না। তারা আমাকে ভোট দিয়ে চারবার চেয়ারম্যান বানিয়েছিল, এবারও বানাবে। আমার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন তিনবার মেম্বার নির্বাচনে এবং গতবার চেয়ারম্যান নির্বাচনে ব্যর্থ হয়েছেন। আমি ১ হাজার ১৯৯ ভোটে এগিয়ে আছি মানে বিজয়ী হব।’
সাজাই মারমা আরও বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন নিশ্চিত পরাজয় জেনে ভোটারদের বিভিন্ন হুমকি দিচ্ছেন। ভোটারদের জনসমক্ষে ব্যালটে সিল না মারলে কিংবা তাঁর নিজের এজেন্টদের কাছে ব্যালট জমা না দিলে ক্ষতি করার হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন।’
নির্বাচনে জয়ের বিষয়ে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, ‘অন্য ৮ ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডের বিষয়টি আলাদা। এ কেন্দ্রে সব ভোটার বাঙালি। স্থানীয় নির্বাচনে সাম্প্রদায়িকতার একটা বিষয় থাকে। কাজেই সব ভোটারকে উপস্থিত রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করছি সব ভোটারকে উপস্থিত করা সম্ভব হলে আমি নিশ্চিত জয়ী হব। প্রতিদ্বন্দ্বী সাজাই মারমার অভিযোগ সত্য নয়।’
নিরাপত্তার বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাচন অফিসার সুসমিকা চাকমা বলেন, মাইসছড়িতে স্থগিত কেন্দ্রে ভোটের দিন নিরাপত্তা বাহিনীর সংখ্যা যেমন বাড়ানো হবে, তেমনি প্রয়োজনীয় সংখ্যক সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৮ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৪০ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে