রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের চলমান অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। এ সময় তিনি মৈত্রী সেতু-১ ও ইমিগ্রেশন কাজের অগ্রগতি দেখেন। তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শেলনী সাই ও ফটিক ডি নাগ।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় রামগড় পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, রামগড় ৪৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন প্রমুখ।
পরে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ফেনী নদীর ওপর নির্মাণ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও বন্দর অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।
স্থলবন্দর নির্মাণ কার্যক্রম ও মৈত্রী সেতু পরিদর্শনে সন্তোষ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, ‘চলতি মাসেই দুই দেশের অভিবাসীরা যাতে এ বন্দর দিয়ে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, প্রাথমিকভাবে চলতি মার্চ মাসের মধ্যে এ বন্দর দিয়ে দুই দেশের অভিবাসীরা যাতায়াতের সুযোগ পাবেন। অবকাঠামোগুলো নির্মাণ হলেই পরিবহনসহ সব সুযোগ-সুবিধা চালু হবে। তখন সমৃদ্ধ হবে পাহাড়ের অর্থনীতি। চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দর ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীরা কম সময় ও ব্যয়ে আমদানি-রপ্তানি করে উপকৃত হবেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম বলেন, বাংলাদেশের দিক থেকে ইমিগ্রেশন কার্যক্রম শতভাগ প্রস্তুত। ভারতের দিক থেকে আগামী ৯ মার্চ ভারতের ত্রিপুরার সাব্রুমে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনের সম্ভাব্যতার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এটি চালু হলে মৈত্রী সেতু হয়ে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্দর সীমানাপ্রাচীর নির্মাণে ভারতের দিক থেকে কিছু আপত্তি উঠেছে, শিগগিরই এটিরও সমাধান হবে।

খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের চলমান অবকাঠামো নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। এ সময় তিনি মৈত্রী সেতু-১ ও ইমিগ্রেশন কাজের অগ্রগতি দেখেন। তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শেলনী সাই ও ফটিক ডি নাগ।
আজ মঙ্গলবার বেলা ১১টার সময় রামগড় পৌঁছালে তাঁকে স্বাগত জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, রামগড় ৪৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন প্রমুখ।
পরে রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন তিনি। সভা শেষে ফেনী নদীর ওপর নির্মাণ ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও বন্দর অবকাঠামো নির্মাণকাজ পরিদর্শন করেন।
স্থলবন্দর নির্মাণ কার্যক্রম ও মৈত্রী সেতু পরিদর্শনে সন্তোষ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, ‘চলতি মাসেই দুই দেশের অভিবাসীরা যাতে এ বন্দর দিয়ে যাতায়াত করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, প্রাথমিকভাবে চলতি মার্চ মাসের মধ্যে এ বন্দর দিয়ে দুই দেশের অভিবাসীরা যাতায়াতের সুযোগ পাবেন। অবকাঠামোগুলো নির্মাণ হলেই পরিবহনসহ সব সুযোগ-সুবিধা চালু হবে। তখন সমৃদ্ধ হবে পাহাড়ের অর্থনীতি। চট্টগ্রাম আন্তর্জাতিক বন্দর ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীরা কম সময় ও ব্যয়ে আমদানি-রপ্তানি করে উপকৃত হবেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য ও রামগড় স্থলবন্দর প্রকল্প পরিচালক সরওয়ার আলম বলেন, বাংলাদেশের দিক থেকে ইমিগ্রেশন কার্যক্রম শতভাগ প্রস্তুত। ভারতের দিক থেকে আগামী ৯ মার্চ ভারতের ত্রিপুরার সাব্রুমে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধনের সম্ভাব্যতার কথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। এটি চালু হলে মৈত্রী সেতু হয়ে যাতায়াতের সুযোগ তৈরি হবে। এ ছাড়া বন্দর সীমানাপ্রাচীর নির্মাণে ভারতের দিক থেকে কিছু আপত্তি উঠেছে, শিগগিরই এটিরও সমাধান হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে