খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’

পাহাড়ের রানি খাগড়াছড়িতে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকে। তবে ঈদের ছুটিকে ঘিরে এখানকার পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের সমাগম হয় অনেক বেশি। এবারের ঈদুল ফিতরের লম্বা ছুটিতে তাঁদের বরণ করে নিতে জেলার আকর্ষণীয় জায়গাগুলোর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও বার্মিজ পণ্যের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আজ শনিবার সকালে আলুটিলা পর্যটনকেন্দ্র ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে গিয়ে দেখা যায়, প্রস্তুতির কাজ শেষের পথে। পার্কের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে পার্কে বেশ কিছু কাজ চলছে। মূল আকর্ষণ ঝুলন্ত সেতুর কাঠগুলো পরিবর্তন করা হয়েছে। ঈদ উপলক্ষে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, তা নিচ্ছেন তাঁরা।
আলুটিলা পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, ঈদের ছুটিতে পর্যটকেরা বেড়াতে আসবেন বলে পর্যটনকেন্দ্রের চারপাশ ভিন্নভাবে সাজানো হচ্ছে এবং পরিচ্ছন্নতার কাজ চলছে।
ঘুরতে আসা মানুষজনের আবাসনব্যবস্থা নিয়ে কথা হলে ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, ‘খাগড়াছড়ির সব হোটেল ও রিসোর্টে সংস্কারের কাজ চলছে। ট্যুরিস্টদের সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রস্তুত।’ হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপক প্রান্ত ত্রিপুরা জানান, ইতিমধ্যে তাঁদের হোটেলের ৫০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।
পর্যটকদের নিরাপত্তার বিষয়ে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ জাহিদুল কবির বলেন, ঈদুল ফিতরের ছুটিতে আলুটিলা পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা থাকবেন। এ ছাড়া ঈদের দিন জনবল বাড়বে। আলুটিলা, রিসাং ঝরনা ও জেলা পরিষদ পার্কে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের টহল দল থাকবে।
খাগড়াছড়ি জেলা প্রশাসনও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আলুটিলা পর্যটনকেন্দ্রে ট্যুরিস্টদের ভ্রমণ যেন সহজ হয়, এ জন্য আমরা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছি। যেমন পানির ব্যবস্থা ছিল না, সীমিত আকারে তা চালু করতে যাচ্ছি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশের অবস্থানের উদ্যোগ নিয়েছি।’

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৪ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে