নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

সবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ১৫ শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে শতাধিক শিশু। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু দুই উপজেলা থেকে এসে ঠান্ডাজনিত সমস্যায় সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে শিশু রোগীরা।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের সেবিকা প্রিয়াঙ্কা জানান, গত ১ সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেছে। গতকাল শনিবার ১৬ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে। সবাই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।
আজ রোববার সকালে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর, সর্দি, কাশি, বুকে কফ নিয়ে এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছেন। শীতের প্রভাবে হাসপাতালে চাপ বেড়েছে। প্রতিদিন শিশু ও বয়স্ক রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা সেবা।

খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে অনেকের বয়সই এক থেকে দুই বছর। জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
পানছড়ি থেকে পারুল আক্তার তার এক বছর বয়সী নিউমোনিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে এসেছেন। দুই দিন হয়েছে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, রোগী বেশি থাকায়, শয্যা না পেয়ে বারান্দায় ছেলের চিকিৎসা করতে হচ্ছে।
খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকার মণিকা ত্রিপুরা জানান, পাঁচ মাস বয়সী মেয়ের জ্বর, সর্দি, কাশি, বুকে কফ। চিকিৎসক বলছে নিউমোনিয়ায় হয়েছে। এখন শিশু ওয়ার্ডে গিয়ে ভর্তি করাতে হবে।
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু বিশেষজ্ঞ) ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু পরিবর্তনের জন্য ঠান্ডাজনিত রোগ বাড়ছে খাগড়াছড়িতে। রোগীর ভিড় থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতন ও পরিচর্যা এবং বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা।
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা বলেন, ঠান্ডাজনিত অন্যান্য রোগের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা। গত ১ সপ্তাহে খাগড়াছড়ি সদর হাসপাতালে ৪ জন শিশু মারা গেছে। আক্রান্ত ৩৮৫ শিশু।
তিনি বলেন, ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ঝুঁকি অনেকটা কমবে। শিশুদের এ ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের সচেতনতার বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা।

সবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ১৫ শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে শতাধিক শিশু। খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা ও রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু দুই উপজেলা থেকে এসে ঠান্ডাজনিত সমস্যায় সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে শিশু রোগীরা।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের সেবিকা প্রিয়াঙ্কা জানান, গত ১ সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৪ শিশু মারা গেছে। গতকাল শনিবার ১৬ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে। সবাই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।
আজ রোববার সকালে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর, সর্দি, কাশি, বুকে কফ নিয়ে এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছেন। শীতের প্রভাবে হাসপাতালে চাপ বেড়েছে। প্রতিদিন শিশু ও বয়স্ক রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। শিশু ওয়ার্ডের শয্যা সংকটের কারণে বাধ্য হয়ে হাসপাতালের বারান্দায় চলছে চিকিৎসা সেবা।

খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে অনেকের বয়সই এক থেকে দুই বছর। জনবল সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা।
পানছড়ি থেকে পারুল আক্তার তার এক বছর বয়সী নিউমোনিয়ায় আক্রান্ত ছেলেকে নিয়ে এসেছেন। দুই দিন হয়েছে হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বলেন, রোগী বেশি থাকায়, শয্যা না পেয়ে বারান্দায় ছেলের চিকিৎসা করতে হচ্ছে।
খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকার মণিকা ত্রিপুরা জানান, পাঁচ মাস বয়সী মেয়ের জ্বর, সর্দি, কাশি, বুকে কফ। চিকিৎসক বলছে নিউমোনিয়ায় হয়েছে। এখন শিশু ওয়ার্ডে গিয়ে ভর্তি করাতে হবে।
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু বিশেষজ্ঞ) ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু পরিবর্তনের জন্য ঠান্ডাজনিত রোগ বাড়ছে খাগড়াছড়িতে। রোগীর ভিড় থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

চিকিৎসার পাশাপাশি অভিভাবকদের সচেতন ও পরিচর্যা এবং বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা।
খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী চাকমা বলেন, ঠান্ডাজনিত অন্যান্য রোগের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে শিশুরা। গত ১ সপ্তাহে খাগড়াছড়ি সদর হাসপাতালে ৪ জন শিশু মারা গেছে। আক্রান্ত ৩৮৫ শিশু।
তিনি বলেন, ঠান্ডাজনিত রোগে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা গেলে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর ঝুঁকি অনেকটা কমবে। শিশুদের এ ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের সচেতনতার বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
৫ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে