কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

অপ্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে মারধর করেছেন বাবা। এ ছাড়া ওই কিশোরের মাকেও মারধর করেছেন কিশোরের বাবা। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এ রায় দেন।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবা ও ছেলে একটি বাড়িতে দিনমজুরের কাজ করেন। কাজের সুবাদে সেই বাড়ির মেয়েকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন কিশোরের বাবা। এ জন্য বেশ কয়েক দিন ধরে বাবা তাঁর ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ও তাঁর মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু বাদ সাধে কিশোর ও তার মা। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা ছেলের মা ও ছেলেকে বিভিন্নভাবে হুমকি, গালমন্দ করছিলেন। একপর্যায়ে গত শুক্রবার ইফতারের পর তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা ওই কিশোর ও তাঁর মাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ওই কিশোর। এরপর ইউএনও টুকটুক তালুকদার বাল্যবিবাহ নিরোধ আইনে ওই কিশোরের বাবাকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবাকে আটকের পর শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
ইউএনও সতর্ক করে বলেন, ‘উপজেলায় কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে বাল্যবিবাহ নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

অপ্রাপ্তবয়স্ক ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় তাকে মারধর করেছেন বাবা। এ ছাড়া ওই কিশোরের মাকেও মারধর করেছেন কিশোরের বাবা। এই অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই কিশোরের বাবাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। গত শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এ রায় দেন।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাবা ও ছেলে একটি বাড়িতে দিনমজুরের কাজ করেন। কাজের সুবাদে সেই বাড়ির মেয়েকে তাঁর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পছন্দ করেন কিশোরের বাবা। এ জন্য বেশ কয়েক দিন ধরে বাবা তাঁর ছেলেকে বিয়ে দেওয়ার জন্য ছেলে ও তাঁর মাকে চাপ সৃষ্টি করে আসছিলেন। কিন্তু বাদ সাধে কিশোর ও তার মা। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় বাবা ছেলের মা ও ছেলেকে বিভিন্নভাবে হুমকি, গালমন্দ করছিলেন। একপর্যায়ে গত শুক্রবার ইফতারের পর তিনি ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রী ও ছেলেকে মারধর করে আহত করেন। আহত অবস্থায় স্থানীয়রা ওই কিশোর ও তাঁর মাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন ওই কিশোর। এরপর ইউএনও টুকটুক তালুকদার বাল্যবিবাহ নিরোধ আইনে ওই কিশোরের বাবাকে পুলিশের সহায়তায় গ্রেপ্তারের পর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাবাকে আটকের পর শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’
ইউএনও সতর্ক করে বলেন, ‘উপজেলায় কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েকে তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে বাল্যবিবাহ নিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৩০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৩২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪২ মিনিট আগে