জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।
রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।
রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ছাত্রদল নেতা। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে