ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে বেধড়ক মারধর করেন পরিবহনশ্রমিকেরা। লাঞ্ছিত করা হয় ম্যাজিস্ট্রেটকে।
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যাত্রীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই যাত্রীর নাম–পরিচয় জানা যায়নি।
ঢাকাগামী যাত্রী তাকরিমুজ্জামান বলেন, ‘আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে। আমাদের নিরাপত্তা কোথায়?’
তাকরিমুজ্জামান বলেন, বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহনশ্রমিকেরা অভিযোগকারী যাত্রীকে মারধর করে ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে।
স্থানীয় লোকজন জানান, বিকেল ৫টার দিকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে কল করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মচারীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।
ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘জেলার একজন এসিল্যান্ড তাঁর বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা মনঃক্ষুণ্ণ হন। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারে অবস্থান করেন।’
রোকনুজ্জামান রানু আরও বলেন, ‘যদি ভাড়া বেশি নিয়ে থাকে, প্রশাসন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয়, তাহলে ভুল বোঝাবুঝির ফলে অনেক সময় বড়ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’
সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, ‘ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যেসব যাত্রী ঢাকায় যাচ্ছেন, তাঁদের কাছ থেকেও তাঁরা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটরিং করতে যাই। তখন ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা বললে তাঁরা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে। আমরা পরে ঠিক করে নেব।
পরে পাশের গোল্ডেন লাইনে গেলে সবাই কাউন্টার বন্ধ করে দেয় এবং টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে। তাকে আমরা সেভ করি।’
সজল কুমার দাস বলেন, ‘কাউন্টার শ্রমিকেরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে।’
এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে কল করলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না, জানা নেই।

ঝিনাইদহ বাস টার্মিনালের কাউন্টারে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দেন ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে বেধড়ক মারধর করেন পরিবহনশ্রমিকেরা। লাঞ্ছিত করা হয় ম্যাজিস্ট্রেটকে।
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমেও যাত্রীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ওই যাত্রীর নাম–পরিচয় জানা যায়নি।
ঢাকাগামী যাত্রী তাকরিমুজ্জামান বলেন, ‘আমরা যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনে এক যাত্রীকে মারধর করেছে। আমাদের নিরাপত্তা কোথায়?’
তাকরিমুজ্জামান বলেন, বেশি ভাড়া নেওয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের বিরুদ্ধে অভিযোগ করেন ওই যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহনশ্রমিকেরা অভিযোগকারী যাত্রীকে মারধর করে ও ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে।
স্থানীয় লোকজন জানান, বিকেল ৫টার দিকে এক ব্যক্তি জরুরি সেবা নম্বরে কল করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদরের সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মচারীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।
ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘জেলার একজন এসিল্যান্ড তাঁর বহর নিয়ে আমাদের বাস কাউন্টারে সঠিক ভাড়া নেওয়া হচ্ছে কি না মনিটরিং করতে এসেছিলেন। তিনি কাউন্টারে এসে ভাড়া বেশি নেওয়া হচ্ছে মন্তব্য করার কারণে এখানে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা মনঃক্ষুণ্ণ হন। সে সময় এসিল্যান্ড পূর্বাশা কাউন্টারে অবস্থান করেন।’
রোকনুজ্জামান রানু আরও বলেন, ‘যদি ভাড়া বেশি নিয়ে থাকে, প্রশাসন আমাদের জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কিন্তু এলোমেলো এসে যদি জরিমানা করা হয়, তাহলে ভুল বোঝাবুঝির ফলে অনেক সময় বড়ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’
সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, ‘ঢাকা থেকে মেহেরপুর রোডের ভাড়া ৭৫০ টাকা। ঝিনাইদহ থেকে যেসব যাত্রী ঢাকায় যাচ্ছেন, তাঁদের কাছ থেকেও তাঁরা ৭৫০ টাকা ভাড়া নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে ৮০০ টাকাও নিচ্ছেন। এমন একটা অভিযোগে পূর্বাশা কাউন্টারে আমরা মনিটরিং করতে যাই। তখন ম্যানেজার ও মালিকের সঙ্গে কথা বললে তাঁরা আমাদের বলেন যে এটা আমাদের ভুল হয়েছে। আমরা পরে ঠিক করে নেব।
পরে পাশের গোল্ডেন লাইনে গেলে সবাই কাউন্টার বন্ধ করে দেয় এবং টিকিট বিক্রি বন্ধ করে একটা হট্টগোল সৃষ্টি করে। তারা একজন যাত্রীকেও মারধর করে। তাকে আমরা সেভ করি।’
সজল কুমার দাস বলেন, ‘কাউন্টার শ্রমিকেরা আমাদের সরাসরি লাঞ্ছিত না করলেও সরাসরি আমাদের অপমান করেছে।’
এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে কল করলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে কি না, জানা নেই।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৫ ঘণ্টা আগে