কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘চাষিরা চাষ করে মাছ বড় করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। যেটা করতেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা। মাছ একটা প্রকৃতিক সম্পদ। চাষিরা মাছ চাষ করতে গিয়ে বাঁওড়ে ব্যবহার করে থাকেন অতিমাত্রায় রাসায়নিক পদার্থ। আবার কখনও ব্যবহার করেন বিষ। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, আমরা হারাচ্ছি দেশি মাছ।’
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, ‘হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের জায়গা। তারা যখন ইজারা দেয়, তখন আমাদের কাতর হয়ে বলতে হয়, আমাদের একটু দেন, আমাদের একটু সিদ্ধান্ত নিতে সময় দেন। এরপরও আমি আপনাদের সঙ্গে আছি। জাল যাঁর, জলা তাঁর—এ কথা সেই আদিকাল ধরে বয়ে আসছে। এটা আমাদের ধরে রাখতে হবে।’ উপদেষ্টা বলেন, ‘এখানে এসে আমি যেটুকু জেনে গেলাম, শুনে গেলাম, সেটা যেখানে যেখানে পৌঁছে দেওয়ার দরকার হয়, আমি পৌঁছে দিব এবং সেটা করতে উনাদের সঙ্গে যত কথা বলতে হয়, আমি তাঁদের সঙ্গে তত কথায় বলব।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য মন্ত্রণালয়ের (অভ্যন্তরীণ মৎস্য) কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. ফজলুর রহমান ও ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ।
এতে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহ উদ্দিন বুলবুল সিডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমির তাজুল, নাগরিক কমিটির সভাপতি শরিফুজ্জামান আগা খান, কোটচাঁদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় আহসান। হালদার সম্প্রদায়ের সুনিল হালদার, স্বপন হালদার ও কমলা হালদার।
এ সময় বক্তাদের বক্তব্যে একই কথা উঠে আসে। সেটা হচ্ছে, বাঁওড় হারিয়ে মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কোটচাঁদপুরের বলুহর বাঁওড় পরিদর্শন করেন। কথা বলেন বাঁওড়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘চাষিরা চাষ করে মাছ বড় করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। যেটা করতেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষেরা। মাছ একটা প্রকৃতিক সম্পদ। চাষিরা মাছ চাষ করতে গিয়ে বাঁওড়ে ব্যবহার করে থাকেন অতিমাত্রায় রাসায়নিক পদার্থ। আবার কখনও ব্যবহার করেন বিষ। এতে নষ্ট হচ্ছে পরিবেশ, আমরা হারাচ্ছি দেশি মাছ।’
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। ফরিদা আখতার বলেন, ‘হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের জায়গা। তারা যখন ইজারা দেয়, তখন আমাদের কাতর হয়ে বলতে হয়, আমাদের একটু দেন, আমাদের একটু সিদ্ধান্ত নিতে সময় দেন। এরপরও আমি আপনাদের সঙ্গে আছি। জাল যাঁর, জলা তাঁর—এ কথা সেই আদিকাল ধরে বয়ে আসছে। এটা আমাদের ধরে রাখতে হবে।’ উপদেষ্টা বলেন, ‘এখানে এসে আমি যেটুকু জেনে গেলাম, শুনে গেলাম, সেটা যেখানে যেখানে পৌঁছে দেওয়ার দরকার হয়, আমি পৌঁছে দিব এবং সেটা করতে উনাদের সঙ্গে যত কথা বলতে হয়, আমি তাঁদের সঙ্গে তত কথায় বলব।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য মন্ত্রণালয়ের (অভ্যন্তরীণ মৎস্য) কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি মো. ফজলুর রহমান ও ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ।
এতে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহ উদ্দিন বুলবুল সিডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমির তাজুল, নাগরিক কমিটির সভাপতি শরিফুজ্জামান আগা খান, কোটচাঁদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হৃদয় আহসান। হালদার সম্প্রদায়ের সুনিল হালদার, স্বপন হালদার ও কমলা হালদার।
এ সময় বক্তাদের বক্তব্যে একই কথা উঠে আসে। সেটা হচ্ছে, বাঁওড় হারিয়ে মৎস্যজীবীদের জীবন-জীবিকার কথা।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার কোটচাঁদপুরের বলুহর বাঁওড় পরিদর্শন করেন। কথা বলেন বাঁওড়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যু ১৬ মাস বয়সী শিশু হোসাইনের। সে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মাঝেরচর গ্রামের সুমন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে বাসে করে কুমিল্লার দেবিদ্বারে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুটি। কিন্তু পথেই থেমে গেল তার ছোট্ট জীবনের গল্প।
২৭ মিনিট আগে
জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১ ঘণ্টা আগে