কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত সোমবার ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করে। প্রথমে তিনি বোবা সাজলেও পুলিশের জিজ্ঞাসাবাদে পরে নিজের নাম-ঠিকানাসহ একাধিক চুরির ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া বলেন, আলমগীর হোসেন গত সোমবার সকালে চুরি করতে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বোবা সেজে একজন সেবিকার কাছে সহায়তা চান। সেবিকা তাঁকে কিছু সহায়তা করেন। কিছুক্ষণ পর দেখেন তাঁর মোবাইল ফোনটি নেই।
পরে আলমগীর হোসেন যান কোটচাঁদপুর আল-আরাফাহ ব্যাংকে। সেখানে গেলে বিপত্তি বাধে। কিছুদিন আগে আরেকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। একটি ভিডিওতে আলমগীর হোসেনকে দেখতে পান ব্যাংকটির কর্মকর্তা জাকির হোসেন। আলমকে দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলমের দেহ তল্লাশি করে সেবিকার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
আলমগীর হোসেন বোবা সেজে অভিনয় করছিলেন। এ কারণে প্রথমে তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে পুলিশ হেফাজতে মুখ খোলেন তিনি। জানান তাঁর নাম আলমগীর হোসেন আলম। বয়স ৩০ বছর। বাবার নাম আরিফ হোসেন, বাড়ি বরিশালে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। কোটচাঁদপুর থানার এসআই আল-মাসুদ মিয়া বলেন, এ পর্যন্ত তিনি ১৪টি মোবাইল ফোন চুরি করেছেন। বাক-প্রতিবন্ধী সেজে তিনি এসব চুরি করতেন।
আল-মাসুদ আরও বলেন, আলমগীর হোসেন প্রথমে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বোবা সেজে কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহায়তা চাইতেন। পরে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। তিনি বলেন, আলমের নামে কোটচাঁদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাংকে চুরি করতে গিয়ে ধরা পড়েন আলমগীর হোসেন (৩০) নামের এক ব্যক্তি। গত সোমবার ধরা পড়ার পর গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা করে। প্রথমে তিনি বোবা সাজলেও পুলিশের জিজ্ঞাসাবাদে পরে নিজের নাম-ঠিকানাসহ একাধিক চুরির ঘটনার বর্ণনা দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল-মাসুদ মিয়া বলেন, আলমগীর হোসেন গত সোমবার সকালে চুরি করতে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বোবা সেজে একজন সেবিকার কাছে সহায়তা চান। সেবিকা তাঁকে কিছু সহায়তা করেন। কিছুক্ষণ পর দেখেন তাঁর মোবাইল ফোনটি নেই।
পরে আলমগীর হোসেন যান কোটচাঁদপুর আল-আরাফাহ ব্যাংকে। সেখানে গেলে বিপত্তি বাধে। কিছুদিন আগে আরেকটি ব্যাংকে চুরির ঘটনা ঘটে। একটি ভিডিওতে আলমগীর হোসেনকে দেখতে পান ব্যাংকটির কর্মকর্তা জাকির হোসেন। আলমকে দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে আলমের দেহ তল্লাশি করে সেবিকার কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে।
আলমগীর হোসেন বোবা সেজে অভিনয় করছিলেন। এ কারণে প্রথমে তাঁর নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি। পরে পুলিশ হেফাজতে মুখ খোলেন তিনি। জানান তাঁর নাম আলমগীর হোসেন আলম। বয়স ৩০ বছর। বাবার নাম আরিফ হোসেন, বাড়ি বরিশালে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়। কোটচাঁদপুর থানার এসআই আল-মাসুদ মিয়া বলেন, এ পর্যন্ত তিনি ১৪টি মোবাইল ফোন চুরি করেছেন। বাক-প্রতিবন্ধী সেজে তিনি এসব চুরি করতেন।
আল-মাসুদ আরও বলেন, আলমগীর হোসেন প্রথমে কোনো প্রতিষ্ঠানে গিয়ে বোবা সেজে কর্মকর্তা-কর্মচারীদের কাছে সহায়তা চাইতেন। পরে সুযোগ বুঝে হাতিয়ে নিতেন মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র। তিনি বলেন, আলমের নামে কোটচাঁদপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৫ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৯ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে