কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মোজাম বিশ্বাস (৫২)। পেশায় ভ্যানচালক। তাঁর আয়ের একমাত্র সম্বল সেই ভ্যানটিও গতকাল মঙ্গলবার সকালে চুরি গেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
ভুক্তভোগী মোজাম বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যাই। পরে ফিরে এসে ভ্যানটি আর পাইনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ভ্যান পাইনি।’
মোজাম আরও বলেন, ‘আমার সংসারে তিন কন্যা আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের ওপর। ভ্যানটি কালীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনেছিলাম। যার কিস্তি এখনো চলছে। ভ্যান হারিয়ে এখন উভয়সংকটে আমি। একদিকে কিস্তি, অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ।’
মোজাম আরও বলেন, ‘এখন বাড়ির ৫ শতক মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কী করব, আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছি না।’
মোজাম বিশ্বাস কালীগঞ্জ শাহপুর-ঘিঘাটি আবাসনসংলগ্ন পাড়ার বাসিন্দা। তিনি ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। আজ বুধবার বিকেলে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মণ বলেন, ‘আজ বিকেলে এ-সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরব্বি।’
উল্লেখ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্যদিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

মোজাম বিশ্বাস (৫২)। পেশায় ভ্যানচালক। তাঁর আয়ের একমাত্র সম্বল সেই ভ্যানটিও গতকাল মঙ্গলবার সকালে চুরি গেছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন কিস্তি আর প্রতিদিনের খাবার জোটাতে চরম বিপাকে পড়েছেন তিনি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
ভুক্তভোগী মোজাম বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার বেলা ১১টার দিকে একজন যাত্রী নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এরপর তাকে নামিয়ে দিয়ে, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানের ওপর বসে ছিলাম। কিছুক্ষণ পর পাশের বাথরুমে যাই। পরে ফিরে এসে ভ্যানটি আর পাইনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু ভ্যান পাইনি।’
মোজাম আরও বলেন, ‘আমার সংসারে তিন কন্যা আর স্ত্রী। পরিবারের সদস্য সংখ্যা পাঁচ জন। যাদের প্রত্যেকের মুখে আহার জোটে আমার আয়ের ওপর। ভ্যানটি কালীগঞ্জের ইসলামী ব্যাংক থেকে লোন করে কিনেছিলাম। যার কিস্তি এখনো চলছে। ভ্যান হারিয়ে এখন উভয়সংকটে আমি। একদিকে কিস্তি, অন্যদিকে প্রতিদিনের সংসার চালানো খরচ।’
মোজাম আরও বলেন, ‘এখন বাড়ির ৫ শতক মাথা গোছার জমি ছাড়া আর কিছু নাই আমার। এ ছাড়া কয়েক দিন পর ঈদ। এখন আমি কী করব, আর কোথায় গেলে এর সমাধান মিলবে তা আমি বুঝতে পারছি না।’
মোজাম বিশ্বাস কালীগঞ্জ শাহপুর-ঘিঘাটি আবাসনসংলগ্ন পাড়ার বাসিন্দা। তিনি ওই পাড়ার আবুল হোসেনের ছেলে। আজ বুধবার বিকেলে মোজাম বিশ্বাস কোটচাঁদপুর থানায় জিডি করেছেন।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরঙ্গ বর্মণ বলেন, ‘আজ বিকেলে এ-সংক্রান্ত একটা অভিযোগ করেছেন এক মুরব্বি।’
উল্লেখ, কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স চুরি এখন নিত্যদিনের ঘটনা। এর আগে ও অনেকের অনেক কিছু চুরি হলেও কেউ কিছু ফেরত পায়নি। এটা কর্তৃপক্ষের অবহেলায় ঘটছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে