Ajker Patrika

মহেশপুরে ‘স্বর্ণ পাচার চক্রের বিরোধে’ গুলি, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
আহত মতিয়ার রহমান ও অভিযুক্ত তরিকুল ইসলাম আকালে। ছবি: সংগৃহীত
আহত মতিয়ার রহমান ও অভিযুক্ত তরিকুল ইসলাম আকালে। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে গুলিতে মতিয়ার রহমান (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্বর্ণ চোরাচালান চক্রের দুই পক্ষের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।

গুলিতে মতিয়ার রহমানের ডান পায়ের নিচের অংশে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মতিয়ার রহমান ফজরের নামাজ পড়তে বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে তরিকুল ইসলাম আকালেসহ চার ব্যক্তি মতিয়ারকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও অপর গুলিতে তাঁর ডান পায়ের নিচের অংশের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সকাল ১০টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মতিয়ারকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন সময় ভারতে স্বর্ণ পাচার হয়ে আসছে। এসব চক্রের নেতৃত্ব দেন জেলার বাইরের মানুষ। স্থানীয় কয়েকটি গ্রুপও রয়েছে। এমন একটি গ্রুপ চালান বাঘাডাঙ্গা এলাকার তরিকুল ইসলাম আকালে। একই এলাকার আরেকটি পক্ষের নেতৃত্বে আছেন শামীম হোসেন, রাফি ও মন্টু মণ্ডল। মতিয়ারকে গুলি চালানোর সময় শামীম হোসেন, রাফি ও মন্টু মণ্ডল ছিলেন। তাঁদের পেছনে ছিলেন অপর এক ব্যক্তি। তাঁদের মধ্যে তরিকুল ইসলাম আকালে ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের পক্ষে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। প্রতিপক্ষের ব্যক্তিরা আনার হত্যা মামলার অন্যতম আসামি আক্তারুজ্জামান শাহীনের পক্ষে কাজ করতেন।

জানা গেছে, ২০২৪ সালের আগে প্রায় সময় বিজিবির হাতে অবৈধ স্বর্ণের চালান ধরা পড়ত। এ নিয়ে তাঁদের মদদদাতাসহ স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে ২০২৪-এর ১৭ জানুয়ারি প্রায় পাঁচ কেজি স্বর্ণ ধরা পড়ে বিজিবির হাতে। এর ঠিক পাঁচ মাস আগে তরিকুল ইসলাম আকালের সহযোগী সেলিম নামের এক ব্যক্তি স্বর্ণসহ ধরা পড়েছিলেন। সর্বশেষ স্বর্ণের চালান আকালে ধরিয়ে দিয়েছেন, এমন সন্দেহে ক্ষিপ্ত হয়ে শামীম হোসেন, মন্টু ও রাফি মণ্ডলের নেতৃত্বে তরিকুল ইসলাম আকালের বাড়িতে হামলা চালানো হয়। তখন আকালে বাড়ির দেয়ালের ওপর উঠে পিস্তল দিয়ে কয়েকটি গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শামীম হোসেন ও মন্টু মণ্ডল। সে ঘটনায় তরিকুল ইসলাম আকালেকে প্রধান করে পাঁচজনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় হত্যা মামলা হয়। সে সময় সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গিয়েছিলেন আকালে। এক মাস পর একটি অস্ত্র মামলায় তাঁকে গ্রেপ্তার করে হাসখালী থানা-পুলিশ। ওই মামলায় তিনি ভারতে কিছুদিন জেল খাটেন।

সম্প্রতি আকালে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এসে গোপনে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা, নেপাসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিল বলে একটি সূত্রে জানা গেছে। তিনি মহেশপুর থানায় দুই হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

সংশ্লিষ্টদের অভিযোগ, একসময় বাঘাডাঙ্গা এলাকাটিতে স্বর্ণ চোরাচালানে নেতৃত্বে ছিলেন মতিয়ার রহমান। বাড়ির নিচে তাঁর মুদিদোকান আছে। তাঁর অধীনে কাজ করতেন তরিকুল ইসলাম আকালে। পরে তিনি নিজে সরাসরি কাজ বন্ধ করে লোকজন দিয়ে করান। তখন তরিকুল ইসলাম আকালে মতিয়ার গ্রুপ থেকে আলাদা হয়ে যান। তবে শামীম হোসেন, মন্টু ও রাফি মণ্ডল অপ্রকাশ্যে মতিয়ারের পক্ষে কাজ করতেন বলে অভিযোগ ছিল। তাঁরা আগে সীমান্ত দিয়ে গরুও আনা-নেওয়া করতেন। চোরাচালান-সংক্রান্ত তাঁদের মধ্যে (মতিয়ার ও আকালে) ছিল তীব্র বিরোধ। গুলিতে নিহত শামীম হোসেন ও মন্টু মণ্ডল হত্যা মামলায় আকালের বিপক্ষে কথা বলতেন মতিয়ার রহমান। এ সব বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরেই মঙ্গলবার সকালে মতিয়ার রহমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো স্বর্ণ চোরাচালান করি না। আমার ভাগনে সেলিম ও তরিকুল ইসলাম আকালে একসঙ্গে স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচার করতেন। তাঁদের মধ্যে ঝামেলা ছিল। আবার আকালের গুলিতে নিহত শামীম ও মন্টু মাঝে মাঝে আমার দোকানে বসতেন। ফলে তাঁদের মৃত্যুর পর তাঁদের পক্ষে আমি কথা বলতাম। যে কারণে আকালে ক্ষিপ্ত হয়ে সকালে আমাকে লক্ষ্য করে গুলি চালান। গুলির সময় আকালেসহ দুজনকে চিনতে পেরেছি। আর বাকি দুজনের মুখ ঢাকা থাকায় চিনতে পারিনি।’

বিষয়টি নিয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস বলেন, ‘গুলির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাঁদের মধ্যে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় থানায় মামলা হবে।’

ঝিনাইদহের পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া বলেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে গুলিতে দুজন নিহতের ঘটনায় পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের সদস্যরা জীবননগর ও ঢাকা থেকে জলিল, চঞ্চল ও মমিনকে গ্রেপ্তার করেছিল। ভারতে পলাতক ছিল তরিকুল ইসলাম আকালে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হাদির গায়েবানা জানাজা। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামে হাদির গায়েবানা জানাজা। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) নগরের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিকেল ৪টায় চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষ অংশ নেন। জানাজা শেষে মিছিল নিয়ে নগরের নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

জানাজা আগে সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ ও চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।

জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ বলেন, ‘আমাদের হাদি ভাইয়ের যে দাবি রয়েছে, শহীদ হাদি ভাইয়ের আদর্শকে ধারণ করে আমরা সরকারের কাছে সে দাবিগুলো উত্থাপন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার সুমন হোসেন। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার সুমন হোসেন। ছবি: সংগৃহীত

গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সুমন হোসেন (২৮)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সুমনকে রাজধানীর শেরেবাংলা নগর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে গতকাল শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলায় তাঁর নিজ বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করে।

আজ শনিবার সিএমপির মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ জানান, পুলিশের অস্ত্র হেফাজতে রাখার গোপন সংবাদ পেয়ে প্রথমে সুমন হোসেনকে রাজধানী ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের একটি পিস্তল নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেন। এরপর সিএমপি ডিবি (পশ্চিম) এর একটি দল লক্ষ্মীপুর সদরে সুমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে একটি খালি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। মাটির নিচে পলিথিন মোড়ানো অবস্থায় পিস্তল ও ম্যাগাজিন রাখা হয়েছিল। পিস্তলটি সুমন কীভাবে পেয়েছেন, সে বিষয়ে তিনি সন্তোষজনক জবাব দেননি।

পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অস্ত্র ও ম্যাগাজিনটি পুলিশের। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে ম্যাগাজিনসহ এই বিদেশি পিস্তলটি লুট হয়েছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় সুমনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা
টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ১৫ বছর প্রতীক্ষার পর টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া স্টেশন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘স্টেশনটি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামে ২০১০ সালের দিকে নির্মিত হয়েছে। এটি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার সীমান্তবর্তী। নাম জটিলতাসহ বিভিন্ন কারণে স্টেশনটি চালু হচ্ছিল না। দীর্ঘদিন পর আজ স্টেশনটি চালু হয়েছে। করটিয়া একটি বাণিজ্যিক এলাকা। এখানে সব আন্তনগর ট্রেন থামানোর পাশাপাশি আশপাশের সড়ক উন্নয়নের দাবি করছি। স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, উদ্বোধন হওয়া এই রেলস্টেশনে সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করলে স্থানীয়রা অধিকতর রেলসেবা ভোগ করতে পারবে। তিনি রেলস্টেশনের সংযোগ সড়ক উন্নয়নের দাবি জানান।

সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে। এতে করে সা’দত কলেজের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা এবং করটিয়া হাটের কয়েক লাখ মানুষ যাতায়াতের সুবিধা পাবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রেলপথে নিরাপত্তা জোরদারের কথাও জানান।

এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুণ্ডু, করটিয়ার জমিদার সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচ এম ইনস্টিটিউট অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি
নলছিটিতে বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা
নলছিটিতে বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিতে নিহত হওয়ার ঘটনায় তাঁর নিজ এলাকা ঝালকাঠির নলছিটি উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। পরিবার ও এলাকাবাসীর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। অল্প বয়সে শরিফ ওসমান হাদির এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।

শরিফ ওসমান হাদির স্মরণে আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলার সব দোকানপাট বন্ধ রাখা হয়। পাশাপাশি সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এই উপলক্ষে সকালে নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরে মাইকিং করা হয়।

নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন বলেন, নলছিটি উপজেলাবাসীর পক্ষ থেকে সব ব্যবসায়ীরা শহীদ শরিফ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে এ কর্মসূচি পালন করেছেন। তিনি আরও বলেন, জাতীয় বীর শরিফ ওসমান হাদির পরিচিতি ও সুখ্যাতি এখন আর শুধু নলছিটিতে সীমাবদ্ধ নয়, তা সারা দেশে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়ী শাহাদাত ফকির, রফিকুল ইসলাম ও জিয়াউল কবীর মিঠু বলেন, ‘শরিফ ওসমান হাদি একজন জাতীয় বীর। তাঁর জন্মভূমি নলছিটি হওয়ায় আমরা গর্বিত। তাঁর স্মরণে ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত