ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় পৌর আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন—উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
মানববন্ধনে বক্তারা এমপি আনারের খুনিদের উদ্দেশ্যে বলেন, কি ক্ষতি করেছিল আমাদের প্রাণপ্রিয় নেতা এমপি আনার। তিনি তো কাউকে হত্যা করেননি। বা কারও জমি দখল করেনি। তবে কেন তাকে হত্যা বা গুমের শিকার হতে হলো। আমরা এমপি আনারের আদর্শে গড়া নেতা-কর্মীরা হারিয়ে যাইনি। তার আদর্শকে বুকে জড়িয়ে সকল চক্রান্তকারী যড়যন্ত্রকারীদের আটক ও ফাঁসির দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তাদের দাবি এমপি আনার খুন হলে মরদেহ চায় আর নিখোঁজ হলে সন্ধান চায়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওদু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজনাজ পারভীন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলরসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতারা।
প্রসঙ্গত, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান। ১৩ মে থেকে নিখোঁজের পর ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। এমপি আনার ঝিনাইদহ-৪ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় পৌর আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন—উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
মানববন্ধনে বক্তারা এমপি আনারের খুনিদের উদ্দেশ্যে বলেন, কি ক্ষতি করেছিল আমাদের প্রাণপ্রিয় নেতা এমপি আনার। তিনি তো কাউকে হত্যা করেননি। বা কারও জমি দখল করেনি। তবে কেন তাকে হত্যা বা গুমের শিকার হতে হলো। আমরা এমপি আনারের আদর্শে গড়া নেতা-কর্মীরা হারিয়ে যাইনি। তার আদর্শকে বুকে জড়িয়ে সকল চক্রান্তকারী যড়যন্ত্রকারীদের আটক ও ফাঁসির দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তাদের দাবি এমপি আনার খুন হলে মরদেহ চায় আর নিখোঁজ হলে সন্ধান চায়।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ওদু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজনাজ পারভীন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ শমসের, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও পৌর কাউন্সিলরসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতারা।
প্রসঙ্গত, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান। ১৩ মে থেকে নিখোঁজের পর ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। এমপি আনার ঝিনাইদহ-৪ আসনের টানা তিন বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১০ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৮ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৪১ মিনিট আগে