কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে ভেঙে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দখলদারদের এই নোটিশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহরের আমবাজার এলাকায় জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে ছিল খাল। সেখানে ফেলা হতো ময়লা-আবর্জনা। এতে ভরাট হয়ে যাওয়ার পর তা দখল করে নেন আশপাশের জমির মালিকেরা। কেউ কেউ এতে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন। সেখানে আছে বাজার, দোকান, রেস্তোরাঁ, করাতকল ও চালকল। বিষয়টি নিয়ে ৮ মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
আজ দুপুরে কোটচাঁদপুরে আসেন ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আহসান উল কবির, কার্যসহকারী মাসুদ রানা, সার্ভেয়ার সোহেল রানাসহ পুলিশ সদস্যরা। তাঁরা অবৈধ স্থাপনাগুলো পরিদর্শন এবং কথা বলেন দখলদারদের সঙ্গে। পরে প্রতিটি অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়। এই নোটিশে সাত দিনের মধ্যে নিজ খরচে স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের জমি দখল করে স্থাপনা বানিয়ে ভাড়া দেওয়া হচ্ছে। এতে সড়কে বাড়ছিল দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও এত দিনে কোনো সমাধান পাওয়া যায়নি।
এ ব্যাপার সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর বলেন, ‘আমাদের অফিসে লোকবল কম। এ কারণে অনেক কিছু জানার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এখন পর্যায়ক্রমে সড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যাঁরা নতুন স্থাপনা তৈরি করছেন, তাঁদের সাত দিনের নোটিশ দেওয়া হলো। তাঁরা যদি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে স্থাপনা অপসারণ না করেন, তাহলে আমাদের গাড়ি এনে ভেঙে দেওয়া হবে। আর ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে। আগে যাঁরা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, তাঁদেরও নোটিশ দেওয়া হবে। পর্যায়ক্রমে সড়ক ও জনপথ অধিদপ্তরের সব জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা সাত দিনের মধ্যে ভেঙে সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। আজ বুধবার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দখলদারদের এই নোটিশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর শহরের আমবাজার এলাকায় জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে ছিল খাল। সেখানে ফেলা হতো ময়লা-আবর্জনা। এতে ভরাট হয়ে যাওয়ার পর তা দখল করে নেন আশপাশের জমির মালিকেরা। কেউ কেউ এতে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়েছেন। সেখানে আছে বাজার, দোকান, রেস্তোরাঁ, করাতকল ও চালকল। বিষয়টি নিয়ে ৮ মে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
আজ দুপুরে কোটচাঁদপুরে আসেন ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আহসান উল কবির, কার্যসহকারী মাসুদ রানা, সার্ভেয়ার সোহেল রানাসহ পুলিশ সদস্যরা। তাঁরা অবৈধ স্থাপনাগুলো পরিদর্শন এবং কথা বলেন দখলদারদের সঙ্গে। পরে প্রতিটি অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়। এই নোটিশে সাত দিনের মধ্যে নিজ খরচে স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের জমি দখল করে স্থাপনা বানিয়ে ভাড়া দেওয়া হচ্ছে। এতে সড়কে বাড়ছিল দুর্ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও এত দিনে কোনো সমাধান পাওয়া যায়নি।
এ ব্যাপার সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর বলেন, ‘আমাদের অফিসে লোকবল কম। এ কারণে অনেক কিছু জানার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এখন পর্যায়ক্রমে সড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যাঁরা নতুন স্থাপনা তৈরি করছেন, তাঁদের সাত দিনের নোটিশ দেওয়া হলো। তাঁরা যদি নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে স্থাপনা অপসারণ না করেন, তাহলে আমাদের গাড়ি এনে ভেঙে দেওয়া হবে। আর ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে। আগে যাঁরা অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন, তাঁদেরও নোটিশ দেওয়া হবে। পর্যায়ক্রমে সড়ক ও জনপথ অধিদপ্তরের সব জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’

এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।
৩৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
১ ঘণ্টা আগে