ঝিনাইদহ প্রতিনিধি

উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদরের বেশির ভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। ভোটারের সারি না থাকায় কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। জেলা সদরের বেশির ভাগ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় কেন্দ্রের সামনে একপাশে পুলিশ ও আনসার সদস্যরা চেয়ারে বসে আছেন। অপর প্রান্তে মহিলা আনসার সদস্যরা দাঁড়িয়ে গল্প করছেন। সকাল ৯টায় সরকারি উচ্চবিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে ২,৮৪১ ভোটের বিপরীতে ৩৫ জন ভোট দিয়েছেন। একই বিদ্যালয়ের নারী কেন্দ্রে ৩,০৫০ ভোটারের কেউই ওই সময়ের মধ্যে ভোট দেননি।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি কেন্দ্র রয়েছে। এর একটি কেন্দ্রে সকাল ৯টা ২০ মিনিটে ২,০৪৫ ভোটের বিপরীতে ২৫ জন, অপর কেন্দ্রে ১,৯৯১ জনের বিপরীতে ১০ জন; উজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ৩,২১৩ ভোটের বিপরীতে ২০ জন, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৪০ মিনিটে ২,৫০১ ভোটের বিপরীতে ৭০ জন; ভুটিয়ারগাতী সরকারি বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ৩,৩১৮ ভোটের বিপরীতে ৯৭৬ জন এবং দুপুর ১২টায় মুনুড়িয়া এম এল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২,১১৬ ভোটারের বিপরীতে ৩৪৫ জন ভোটার ভোট দিয়েছেন।
ভুটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, এখানে ভোটার উপস্থিতি ভালো আছে। এখন পর্যন্ত নারী ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থাও অত্যন্ত ভালো।
শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসা মো. ওমর আলী বলেন, ‘কোথাও কোনো সমস্যা নেই। সকাল থেকে ভোটকেন্দ্র ফাঁকা দেখছি। তাই মনের আনন্দে ঈদের মতন উল্লাস করে ভোটটি দিতে আসলাম।’
ভুটিয়ারগাতী গ্রামের আতোয়ার আলী মুন্সী বলেন, ‘আমি কেন্দ্রে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি। নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো ছিল।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) আজিম-উল-আহসান আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। এখন পর্যন্ত সদর ও কালীগঞ্জ উপজেলায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।’
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জে এম রশিদুল আলমের সমর্থক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। কেন্দ্রটিতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর এজেন্ট ছিলেন শুরু থেকেই। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে কোনো এজেন্ট পাননি আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম। এ সময় তিনি স্থানীয় পুলিশ অফিসারকে অভিযোগ দিয়ে নিজে দুজন এজেন্ট দেন কেন্দ্রটিতে। পরে তিনি ফিরে যাওয়ার সময় দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর সমর্থকদের গালমন্দ করেন। তখন কেন্দ্রটিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ বলেন, কিছুটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল আনারস প্রতীকের প্রার্থী এজেন্ট দিয়ে বের হওয়ার সময়। তবে পুলিশ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে।
আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম বলেন, ‘আমি কোনো গালমন্দ করিনি। আমার এজেন্টদের আসতে দিচ্ছিল না আর ভোটারদের বাধা দিচ্ছিল দোয়াত-কলমের সমর্থকেরা।’
প্রথম ধাপে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সদর উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৯৩৪ ও কালীগঞ্জে ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদরের বেশির ভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। ভোটারের সারি না থাকায় কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। জেলা সদরের বেশির ভাগ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় কেন্দ্রের সামনে একপাশে পুলিশ ও আনসার সদস্যরা চেয়ারে বসে আছেন। অপর প্রান্তে মহিলা আনসার সদস্যরা দাঁড়িয়ে গল্প করছেন। সকাল ৯টায় সরকারি উচ্চবিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে ২,৮৪১ ভোটের বিপরীতে ৩৫ জন ভোট দিয়েছেন। একই বিদ্যালয়ের নারী কেন্দ্রে ৩,০৫০ ভোটারের কেউই ওই সময়ের মধ্যে ভোট দেননি।
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি কেন্দ্র রয়েছে। এর একটি কেন্দ্রে সকাল ৯টা ২০ মিনিটে ২,০৪৫ ভোটের বিপরীতে ২৫ জন, অপর কেন্দ্রে ১,৯৯১ জনের বিপরীতে ১০ জন; উজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ৩,২১৩ ভোটের বিপরীতে ২০ জন, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৪০ মিনিটে ২,৫০১ ভোটের বিপরীতে ৭০ জন; ভুটিয়ারগাতী সরকারি বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ৩,৩১৮ ভোটের বিপরীতে ৯৭৬ জন এবং দুপুর ১২টায় মুনুড়িয়া এম এল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২,১১৬ ভোটারের বিপরীতে ৩৪৫ জন ভোটার ভোট দিয়েছেন।
ভুটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, এখানে ভোটার উপস্থিতি ভালো আছে। এখন পর্যন্ত নারী ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থাও অত্যন্ত ভালো।
শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসা মো. ওমর আলী বলেন, ‘কোথাও কোনো সমস্যা নেই। সকাল থেকে ভোটকেন্দ্র ফাঁকা দেখছি। তাই মনের আনন্দে ঈদের মতন উল্লাস করে ভোটটি দিতে আসলাম।’
ভুটিয়ারগাতী গ্রামের আতোয়ার আলী মুন্সী বলেন, ‘আমি কেন্দ্রে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি। নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো ছিল।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) আজিম-উল-আহসান আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। এখন পর্যন্ত সদর ও কালীগঞ্জ উপজেলায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।’
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জে এম রশিদুল আলমের সমর্থক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুমের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। কেন্দ্রটিতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর এজেন্ট ছিলেন শুরু থেকেই। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে কোনো এজেন্ট পাননি আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম। এ সময় তিনি স্থানীয় পুলিশ অফিসারকে অভিযোগ দিয়ে নিজে দুজন এজেন্ট দেন কেন্দ্রটিতে। পরে তিনি ফিরে যাওয়ার সময় দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর সমর্থকদের গালমন্দ করেন। তখন কেন্দ্রটিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ বলেন, কিছুটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল আনারস প্রতীকের প্রার্থী এজেন্ট দিয়ে বের হওয়ার সময়। তবে পুলিশ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে।
আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম বলেন, ‘আমি কোনো গালমন্দ করিনি। আমার এজেন্টদের আসতে দিচ্ছিল না আর ভোটারদের বাধা দিচ্ছিল দোয়াত-কলমের সমর্থকেরা।’
প্রথম ধাপে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সদর উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৯৩৪ ও কালীগঞ্জে ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে