Ajker Patrika

ঝিনাইদহে কেন্দ্র প্রায় ভোটারশূন্য, পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় পার

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৬: ৪৪
ঝিনাইদহে কেন্দ্র প্রায় ভোটারশূন্য, পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় পার

উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদরের বেশির ভাগ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম। ভোটারের সারি না থাকায় কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। জেলা সদরের বেশির ভাগ কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকায় কেন্দ্রের সামনে একপাশে পুলিশ ও আনসার সদস্যরা চেয়ারে বসে আছেন। অপর প্রান্তে মহিলা আনসার সদস্যরা দাঁড়িয়ে গল্প করছেন। সকাল ৯টায় সরকারি উচ্চবিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রে ২,৮৪১ ভোটের বিপরীতে ৩৫ জন ভোট দিয়েছেন। একই বিদ্যালয়ের নারী কেন্দ্রে ৩,০৫০ ভোটারের কেউই ওই সময়ের মধ্যে ভোট দেননি।

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি কেন্দ্র রয়েছে। এর একটি কেন্দ্রে সকাল ৯টা ২০ মিনিটে ২,০৪৫ ভোটের বিপরীতে ২৫ জন, অপর কেন্দ্রে ১,৯৯১ জনের বিপরীতে ১০ জন; উজির আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ৩,২১৩ ভোটের বিপরীতে ২০ জন, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৪০ মিনিটে ২,৫০১ ভোটের বিপরীতে ৭০ জন; ভুটিয়ারগাতী সরকারি বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ৩,৩১৮ ভোটের বিপরীতে ৯৭৬ জন এবং দুপুর ১২টায় মুনুড়িয়া এম এল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২,১১৬ ভোটারের বিপরীতে ৩৪৫ জন ভোটার ভোট দিয়েছেন।

ভুটিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ ওয়ালিউর রহমান বলেন, এখানে ভোটার উপস্থিতি ভালো আছে। এখন পর্যন্ত নারী ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি। কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থাও অত্যন্ত ভালো।

শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিতে আসা মো. ওমর আলী বলেন, ‘কোথাও কোনো সমস্যা নেই। সকাল থেকে ভোটকেন্দ্র ফাঁকা দেখছি। তাই মনের আনন্দে ঈদের মতন উল্লাস করে ভোটটি দিতে আসলাম।’

ভুটিয়ারগাতী গ্রামের আতোয়ার আলী মুন্সী বলেন, ‘আমি কেন্দ্রে ভোট দিয়েছি। কোনো সমস্যা হয়নি। নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো ছিল।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) আজিম-উল-আহসান আজকের পত্রিকাকে বলেন, নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত ভালো রয়েছে। এখন পর্যন্ত সদর ও কালীগঞ্জ উপজেলায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।’

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জে এম রশিদুল আলমের সমর্থক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। কেন্দ্রটিতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর এজেন্ট ছিলেন শুরু থেকেই। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রটিতে কোনো এজেন্ট পাননি আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম। এ সময় তিনি স্থানীয় পুলিশ অফিসারকে অভিযোগ দিয়ে নিজে দুজন এজেন্ট দেন কেন্দ্রটিতে। পরে তিনি ফিরে যাওয়ার সময় দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর সমর্থকদের গালমন্দ করেন। তখন কেন্দ্রটিতে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোটারশূন্য কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের অলস সময় পার। ছবি: আজকের পত্রিকাকেন্দ্রের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ বলেন, কিছুটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল আনারস প্রতীকের প্রার্থী এজেন্ট দিয়ে বের হওয়ার সময়। তবে পুলিশ সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে।

আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাসুম বলেন, ‘আমি কোনো গালমন্দ করিনি। আমার এজেন্টদের আসতে দিচ্ছিল না আর ভোটারদের বাধা দিচ্ছিল দোয়াত-কলমের সমর্থকেরা।’

প্রথম ধাপে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সদর উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৯৩৪ ও কালীগঞ্জে ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

কুষ্টিয়া প্রতিনিধি
জানালা দিয়ে অফিসের ভেতর আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
জানালা দিয়ে অফিসের ভেতর আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোররুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ধোঁয়া দেখে আগুন লাগার বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে নির্বাচন অফিসের প্রহরী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভান।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ জানান, আগুনে কিছু নথি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমের পেছনের জানালার পাশ থেকে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক আবু সুফিয়ানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে গ্রাম আদালতে সরকারি নামমাত্র ফি থাকলেও ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তিদের দাবি, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার চাইতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাঁদের। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদটির হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর আবু সুফিয়ানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নান্টু আলী নামের এক ব্যক্তি। অভিযোগের সপক্ষে ভিডিও প্রমাণও দাখিল করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, গ্রাম আদালতে দেওয়ানি মামলার ফি ২০ টাকা এবং ফৌজদারি মামলার ফি ১০ টাকা। অথচ ভুক্তভোগী ব্যক্তিদের দাবি, এখানে মামলা দায়ের থেকে শুরু করে হাজিরা পর্যন্ত ৩০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

ভুক্তভোগী ব্যক্তিরা জানান, স্বল্প সময়ে ও কম খরচে বিচার পাওয়ার আশায় তাঁরা গ্রাম আদালতে আসেন। কিন্তু এখানে এসেও তাঁদের অনেক টাকা খরচ হচ্ছে।

আল্লাহর দরগা বাজার এলাকার এক ঝালমুড়ি ও ফুচকা বিক্রেতা জানান, পারিবারিক কলহ-সংক্রান্ত মামলায় তাঁর কাছ থেকে ধাপে ধাপে ১ হাজার টাকা নেওয়া হয়েছে। মুন্না নামের অন্য এক ভুক্তভোগী জানান, একটি সাধারণ অভিযোগ দায়ের করতে তাঁকে ৪০০ টাকা দিতে হয়েছে।

অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করে হিসাবরক্ষক আবু সুফিয়ান জানান, যোগদানের পর থেকেই তিনি এমনভাবে টাকা নিয়ে আসছেন।

এদিকে ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যান উভয়ে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে অবগত নন বলে দাবি করেছেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ০৭
ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এর আগে বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আজ বেলা ২টায় নির্ধারিত হয়েছে।

জানাজা উপলক্ষে সংসদ ভবন ও আশপাশ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে জানাজায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পুরো এলাকা সিসিটিভি ও গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে:

ব্যাগ বহন নিষেধ: জানাজায় আসা মুসল্লিদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ড্রোন ওড়ানো নিষিদ্ধ: নিরাপত্তাঝুঁকি এড়াতে সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ওসমান হাদির জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বিবেচনা করে ট্রাফিক বিভাগ থেকেও যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৬
দিপু চন্দ্র দাস। ছবি: সংগৃহীত
দিপু চন্দ্র দাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

আজ শনিবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। আটককৃতরা হলেন: মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

জানা গেছে, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাতজনকে আটক করা সম্ভব হয়।

উল্লেখ্য, কয়েক দিন আগে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ওই হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছিলেন। পুলিশ ও র‍্যাব যৌথভাবে তদন্ত শুরু করার পর আজ কয়েকজন অভিযুক্তকে আটক করা হলো।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত