ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরে আরিফুল ইসলাম মানিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্ত্রীর অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
নিহত মানিক ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্ত্রী হুমাইরা সুলতানা বলেন, ‘আমার স্বামী মানিকের সঙ্গে তার দুই ভাই সাইফুল ইসলাম ও সাদ্দাম হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বিভিন্ন সময়ে ভাইদের মধ্যে ঝগড়া হতো। আমার স্বামীকে অন্য ভাইয়েরা মারধরও করত। এসব ঝামেলায় আমাকেও ১৫ দিন বাড়ি থেকে তারা বের করে দেয়। এ কারণে পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকতাম আমরা।’
হুমাইরা সুলতানা আরও বলেন, ‘গতকাল দুপুরে আমার স্বামী তাঁর বাবার বাড়িতে যায়। বিকেলে তার ভাইয়েরা মারধর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে আমাকে সাইফুল কল দিয়ে জানায় মানিক বারান্দার গ্রিলের সঙ্গে আটকে অসুস্থ হয়ে পড়েছে। আমি পৌঁছানোর আগেই তারা হাসপাতালে নিলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।’
‘ওরা আমার স্বামীকে মেরে বারান্দার গ্রিলের সঙ্গে আটকে রেখেছিল। কারণ তার মাথা ছিল গ্রিলের বাইরে আর দেহ ছিল ভেতরে। আমি ওদের শাস্তি চাই।’ যুক্ত করেন হুমাইরা সুলতানা।
এদিকে নিহতের স্বজনেরা জানান, বাড়ির সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলেও তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কী কারণে মানিকের মৃত্যু হয়েছে তা জানা নেই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ শহরে আরিফুল ইসলাম মানিক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের স্ত্রীর অভিযোগ, জমি নিয়ে দ্বন্দ্বের জেরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
নিহত মানিক ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্ত্রী হুমাইরা সুলতানা বলেন, ‘আমার স্বামী মানিকের সঙ্গে তার দুই ভাই সাইফুল ইসলাম ও সাদ্দাম হোসেনের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বিভিন্ন সময়ে ভাইদের মধ্যে ঝগড়া হতো। আমার স্বামীকে অন্য ভাইয়েরা মারধরও করত। এসব ঝামেলায় আমাকেও ১৫ দিন বাড়ি থেকে তারা বের করে দেয়। এ কারণে পাগলাকানাই এলাকায় ভাড়া বাসায় থাকতাম আমরা।’
হুমাইরা সুলতানা আরও বলেন, ‘গতকাল দুপুরে আমার স্বামী তাঁর বাবার বাড়িতে যায়। বিকেলে তার ভাইয়েরা মারধর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে আমাকে সাইফুল কল দিয়ে জানায় মানিক বারান্দার গ্রিলের সঙ্গে আটকে অসুস্থ হয়ে পড়েছে। আমি পৌঁছানোর আগেই তারা হাসপাতালে নিলে চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।’
‘ওরা আমার স্বামীকে মেরে বারান্দার গ্রিলের সঙ্গে আটকে রেখেছিল। কারণ তার মাথা ছিল গ্রিলের বাইরে আর দেহ ছিল ভেতরে। আমি ওদের শাস্তি চাই।’ যুক্ত করেন হুমাইরা সুলতানা।
এদিকে নিহতের স্বজনেরা জানান, বাড়ির সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শনিবার বিকেলেও তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কী কারণে মানিকের মৃত্যু হয়েছে তা জানা নেই।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে