ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা আবুজার গিফারী (২২) ও কর্মী শামীম হোসেন (২১) হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আবুজার গিফারীর বাবা নুর ইসলাম ও শামীম হোসেনের বাবা রুহুল আমিন বাদী হয়ে ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট আদালতে (কালীগঞ্জ) মামলা দুটি করেন।
আবুজার গিফারী ছিলেন কালীগঞ্জ পৌর শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের বাসিন্দা এবং শামীম হোসেন ছিলেন শিবির কর্মী ও কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়ার বাসিন্দা। এসব মামলায় তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখসহ ৮ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
শামীম হোসেন হত্যা মামলায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আলাতাফ হোসেন চৌধুরীসহ ১২ জন এবং আবুজার গিফারী হত্যায় ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, কালীগঞ্জ থানার এসআই নীরব হোসেন, এসআই শরাফুল আলম, এসআই ইমরান হোসেন, এসআই গাফফর হোসেন, এসআই নাসির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক মেয়র আশরাফুল আলম, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, ভারতে খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন অপু, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু ও বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
শামীম হোসেন হত্যা মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ বিকেল ৫টার দিকে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে শামীম হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য সাদা পোশাকে দুটি মোটরসাইকেলে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ২০ দিন পর ১৩ এপ্রিল যশোরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বিরাম পুকুর থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
আবুজার গিফারী হত্যা মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ মার্চ বেলা ২টার দিকে আবুজার গিফারীকে বাড়ির সামনে থেকে দুটি মোটরসাইকেল যোগে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায়। ১৩ এপ্রিল যশোরের একই পুকুর থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পরিকল্পিতভাবে কথিত বন্দুকযুদ্ধের নামে আবুজার গিফারী ও শামীম হোসেনকে নির্যাতন শেষে গুলি করে হত্যা করা হয়। আদালত ১৫৬ (৩) ধারার বিধান মোতাবেক এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, আদালতের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা আবুজার গিফারী (২২) ও কর্মী শামীম হোসেন (২১) হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আবুজার গিফারীর বাবা নুর ইসলাম ও শামীম হোসেনের বাবা রুহুল আমিন বাদী হয়ে ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট আদালতে (কালীগঞ্জ) মামলা দুটি করেন।
আবুজার গিফারী ছিলেন কালীগঞ্জ পৌর শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের বাসিন্দা এবং শামীম হোসেন ছিলেন শিবির কর্মী ও কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়ার বাসিন্দা। এসব মামলায় তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখসহ ৮ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
শামীম হোসেন হত্যা মামলায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আলাতাফ হোসেন চৌধুরীসহ ১২ জন এবং আবুজার গিফারী হত্যায় ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, কালীগঞ্জ থানার এসআই নীরব হোসেন, এসআই শরাফুল আলম, এসআই ইমরান হোসেন, এসআই গাফফর হোসেন, এসআই নাসির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক মেয়র আশরাফুল আলম, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, ভারতে খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন অপু, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু ও বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
শামীম হোসেন হত্যা মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ বিকেল ৫টার দিকে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে শামীম হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য সাদা পোশাকে দুটি মোটরসাইকেলে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ২০ দিন পর ১৩ এপ্রিল যশোরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বিরাম পুকুর থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
আবুজার গিফারী হত্যা মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ মার্চ বেলা ২টার দিকে আবুজার গিফারীকে বাড়ির সামনে থেকে দুটি মোটরসাইকেল যোগে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায়। ১৩ এপ্রিল যশোরের একই পুকুর থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পরিকল্পিতভাবে কথিত বন্দুকযুদ্ধের নামে আবুজার গিফারী ও শামীম হোসেনকে নির্যাতন শেষে গুলি করে হত্যা করা হয়। আদালত ১৫৬ (৩) ধারার বিধান মোতাবেক এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, আদালতের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) যথাসময়ে দেওয়ার জন্য প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তালা দিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
১২ মিনিট আগে
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে এক কিশোরের ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৫ বছরের মিলন হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকার
১৫ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়া এলাকার একটি বাসা থেকে সোনিয়া নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে হাতিরঝিল পশ্চিম চৌধুরীপাড়ার ৪৮ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বিচক্ষণ। তারাই ইতিহাস গড়েছে। নির্বাচনের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে পুরো জাতি এক কাতারে দাঁড়াবে—জুলাই সনদের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে।’
১ ঘণ্টা আগে