ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা আবুজার গিফারী (২২) ও কর্মী শামীম হোসেন (২১) হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আবুজার গিফারীর বাবা নুর ইসলাম ও শামীম হোসেনের বাবা রুহুল আমিন বাদী হয়ে ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট আদালতে (কালীগঞ্জ) মামলা দুটি করেন।
আবুজার গিফারী ছিলেন কালীগঞ্জ পৌর শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের বাসিন্দা এবং শামীম হোসেন ছিলেন শিবির কর্মী ও কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়ার বাসিন্দা। এসব মামলায় তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখসহ ৮ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
শামীম হোসেন হত্যা মামলায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আলাতাফ হোসেন চৌধুরীসহ ১২ জন এবং আবুজার গিফারী হত্যায় ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, কালীগঞ্জ থানার এসআই নীরব হোসেন, এসআই শরাফুল আলম, এসআই ইমরান হোসেন, এসআই গাফফর হোসেন, এসআই নাসির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক মেয়র আশরাফুল আলম, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, ভারতে খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন অপু, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু ও বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
শামীম হোসেন হত্যা মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ বিকেল ৫টার দিকে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে শামীম হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য সাদা পোশাকে দুটি মোটরসাইকেলে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ২০ দিন পর ১৩ এপ্রিল যশোরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বিরাম পুকুর থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
আবুজার গিফারী হত্যা মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ মার্চ বেলা ২টার দিকে আবুজার গিফারীকে বাড়ির সামনে থেকে দুটি মোটরসাইকেল যোগে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায়। ১৩ এপ্রিল যশোরের একই পুকুর থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পরিকল্পিতভাবে কথিত বন্দুকযুদ্ধের নামে আবুজার গিফারী ও শামীম হোসেনকে নির্যাতন শেষে গুলি করে হত্যা করা হয়। আদালত ১৫৬ (৩) ধারার বিধান মোতাবেক এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, আদালতের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের কালীগঞ্জে শিবির নেতা আবুজার গিফারী (২২) ও কর্মী শামীম হোসেন (২১) হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আবুজার গিফারীর বাবা নুর ইসলাম ও শামীম হোসেনের বাবা রুহুল আমিন বাদী হয়ে ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট আদালতে (কালীগঞ্জ) মামলা দুটি করেন।
আবুজার গিফারী ছিলেন কালীগঞ্জ পৌর শিবিরের সভাপতি ও চাপালী গ্রামের বাসিন্দা এবং শামীম হোসেন ছিলেন শিবির কর্মী ও কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়ার বাসিন্দা। এসব মামলায় তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখসহ ৮ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
শামীম হোসেন হত্যা মামলায় ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আলাতাফ হোসেন চৌধুরীসহ ১২ জন এবং আবুজার গিফারী হত্যায় ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন, কালীগঞ্জ থানার এসআই নীরব হোসেন, এসআই শরাফুল আলম, এসআই ইমরান হোসেন, এসআই গাফফর হোসেন, এসআই নাসির হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, সাবেক মেয়র আশরাফুল আলম, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, ভারতে খুনের শিকার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী হোসেন অপু, রাখালগাছী ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু ও বারোবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
শামীম হোসেন হত্যা মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ বিকেল ৫টার দিকে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব পাশের গেটের সামনে থেকে শামীম হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারজন সদস্য সাদা পোশাকে দুটি মোটরসাইকেলে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। ২০ দিন পর ১৩ এপ্রিল যশোরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বিরাম পুকুর থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
আবুজার গিফারী হত্যা মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ মার্চ বেলা ২টার দিকে আবুজার গিফারীকে বাড়ির সামনে থেকে দুটি মোটরসাইকেল যোগে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যায়। ১৩ এপ্রিল যশোরের একই পুকুর থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
পরিকল্পিতভাবে কথিত বন্দুকযুদ্ধের নামে আবুজার গিফারী ও শামীম হোসেনকে নির্যাতন শেষে গুলি করে হত্যা করা হয়। আদালত ১৫৬ (৩) ধারার বিধান মোতাবেক এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ মামলার ব্যাপারে কিছু জানেন না উল্লেখ করে আজকের পত্রিকাকে বলেন, আদালতের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৩ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪১ মিনিট আগে