ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের কালো পতাকা মিছিলে নামে তারা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা–কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় অনেকেই ছত্রভঙ্গ হয়ে যান।
এরপর জেলা বিএনপির সভাপতিসহ কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন দলীয় কার্যালয়ের সামনেই তাঁদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন।
এদিকে দলীয় কার্যালয়ের সামনের সংক্ষিপ্ত সমাবেশে দলটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘বর্তমান সংসদ ভারতীয় আধিপত্যবাদী শক্তির একটি এক্সটেনশন সংসদ। এই সংসদ অবৈধ। তাই এই অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানাই।’
এদিকে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এই দেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। সঙ্গে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।

ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের কালো পতাকা মিছিলে নামে তারা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা–কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় অনেকেই ছত্রভঙ্গ হয়ে যান।
এরপর জেলা বিএনপির সভাপতিসহ কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন দলীয় কার্যালয়ের সামনেই তাঁদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন।
এদিকে দলীয় কার্যালয়ের সামনের সংক্ষিপ্ত সমাবেশে দলটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘বর্তমান সংসদ ভারতীয় আধিপত্যবাদী শক্তির একটি এক্সটেনশন সংসদ। এই সংসদ অবৈধ। তাই এই অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানাই।’
এদিকে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এই দেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। সঙ্গে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৪০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে