Ajker Patrika

সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে অর্ধশতাধিক পরিবারের ঈদ উদ্‌যাপন

ঝালকাঠি প্রতিনিধি  
সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে অর্ধশতাধিক পরিবারের ঈদ উদ্‌যাপন
রাজাপুর উপজেলায় মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে ঈদের জামাত হয়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঈদুল আজহা উদ্‌যাপন করেছে অর্ধশতাধিক পরিবার। আজ সকাল সাড়ে ৭টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতের হাট বাজারের দারুস সুন্নাহ জামে মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা ধর্মীয় অনুশাসন মেনে পশু কোরবানি দেন। ঈদের নামাজে ইমামতি করেন হাফেজ নুরুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ডহরশংকর গ্রামের প্রায় ৫০টি পরিবার রোজা ও ঈদ পালন করে আসছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

মুসুল্লি নুরনবী বলেন, ‘কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যতটুকু চলা যায়, আমরা ততটুকুই চলার চেষ্টা করি।’ আরেক মুসল্লি ওলি জানান, ‘আমরা চাই সবাই একই দিনে ঈদ পালন করুক। আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।’ মসজিদ কমিটির সভাপতি রিপন হাওলাদার বলেন, ‘২০১৩ সাল থেকে আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে এলেও ২০২০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে। শুরুর দিকে অনেক বাধা এসেছিল, তবে এখন আর কোনো সমস্যা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত