ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র ডাক্তারপট্টিতে (স্বর্ণকার পট্টি) ডাকাতির চেষ্টা করেছে এক দল ব্যক্তি। আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতার চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বোমা বিস্ফোরণে কেঁপে উঠে ঝালকাঠি শহর।
এ সময় সাতটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্লাসে দুটি গুলি লাগে। এতে গ্লাস বেদ করে গুলি বের হয়ে যায়। কিন্তু কেউ আহত হননি। বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতেরা একটি মিনি পিকআপে করে শহরের সাধনা মোড় হয়ে ফায়ার সার্ভিস চাদকাঠি হয়ে ঝালকাঠি বরিশাল সড়কে উঠে ষাটপাকিয়া হয়ে বরিশালের দিকে চলে যায়।
এ সময় ফায়ার সার্ভিস মোড়, জেলা পুলিশ লাইনের সামনে, ষাটপাকিয়া স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে পুলিশ ও স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুজন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝালকাঠি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পতিত স্বৈরাচারের দোসরেরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এমনটা করেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তারা ডাকাতি চেষ্টা ও বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই ধরনের অরাজকতা ও অপকর্ম প্রতিরোধ করবে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মাগরিবের নামাজের সময় শহরের ডাক্তারপট্টি এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করেছেন। তবে ককটেল বিস্ফোরণ করতে করতে পালিয়ে যায় ডাকাতেরা। শহরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। সেনাসদস্যরা টহলে রয়েছেন। বিভিন্ন স্থানের সিসি ফুটে যাচাই করে ডাকাতদের শনাক্ত করা হবে।

ঝালকাঠি শহরের প্রাণকেন্দ্র ডাক্তারপট্টিতে (স্বর্ণকার পট্টি) ডাকাতির চেষ্টা করেছে এক দল ব্যক্তি। আজ রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতার চলাকালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বোমা বিস্ফোরণে কেঁপে উঠে ঝালকাঠি শহর।
এ সময় সাতটেল অ্যান্ড রেস্টুরেন্টের গ্লাসে দুটি গুলি লাগে। এতে গ্লাস বেদ করে গুলি বের হয়ে যায়। কিন্তু কেউ আহত হননি। বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতেরা একটি মিনি পিকআপে করে শহরের সাধনা মোড় হয়ে ফায়ার সার্ভিস চাদকাঠি হয়ে ঝালকাঠি বরিশাল সড়কে উঠে ষাটপাকিয়া হয়ে বরিশালের দিকে চলে যায়।
এ সময় ফায়ার সার্ভিস মোড়, জেলা পুলিশ লাইনের সামনে, ষাটপাকিয়া স্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে পুলিশ ও স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুজন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।
ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঝালকাঠি শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পতিত স্বৈরাচারের দোসরেরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য এমনটা করেছে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তারা ডাকাতি চেষ্টা ও বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপি এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই ধরনের অরাজকতা ও অপকর্ম প্রতিরোধ করবে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মাগরিবের নামাজের সময় শহরের ডাক্তারপট্টি এলাকায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করেছেন। তবে ককটেল বিস্ফোরণ করতে করতে পালিয়ে যায় ডাকাতেরা। শহরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। সেনাসদস্যরা টহলে রয়েছেন। বিভিন্ন স্থানের সিসি ফুটে যাচাই করে ডাকাতদের শনাক্ত করা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে