অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে জাহাজ থেকে ভৈরব নদে পড়ে এক হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম মো. সাগর হোসেন বিশ্বাস (৩৫)। তিনি পেশায় একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। যশোর জেলার বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তুরাফ বিশ্বাসের ছেলে তিনি।
স্থানীয়রা ও জাহাজে থাকা অন্য হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান। প্রায় ৪ ঘণ্টা থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দুল। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
নিখোঁজ সাগর বিশ্বাসের খালাত ভাই ইসমাইল হোসেন জানান, তাঁর বাড়িতে থেকে সাগর নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকাল ৭টায় বাড়ি থেকে বের হন সাগর। সকাল সাড়ে ১০টার সময় মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান। তাঁকে উদ্ধারে ডুবুরিরা ও ঘাট শ্রমিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল বলেন, ‘সাগর হোসেন বিশ্বাস নামের এক শ্রমিক জাহাজ থেকে পড়ে নিখোঁজ রয়েছেন। তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা তাঁকে খুঁজে পাওয়ার জন্য অন্য অন্য শ্রমিক দিয়ে তাঁর সন্ধান করতে চেষ্টা চালাচ্ছি।’
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, ‘আমরা লোক মারফত সাড়ে ১০টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরিদের খবর দেওয়া হয়। পরে তারা এসে তাঁর সন্ধান করতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা ধরে নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এখনো তাঁকে পাওয়া যায়নি। আমরা ঘাটে ভিড়ানো জাহাজগুলো সরিয়ে আবার চেষ্টা অব্যাহত রাখব।

যশোরের অভয়নগরে জাহাজ থেকে ভৈরব নদে পড়ে এক হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরিরা ভৈরব নদীতে নেমে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় ঘটে।
নিখোঁজ ব্যক্তির নাম মো. সাগর হোসেন বিশ্বাস (৩৫)। তিনি পেশায় একজন হ্যান্ডলিং শ্রমিক ছিলেন। যশোর জেলার বাঘারপাড়া চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তুরাফ বিশ্বাসের ছেলে তিনি।
স্থানীয়রা ও জাহাজে থাকা অন্য হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদী বন্দরে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান। প্রায় ৪ ঘণ্টা থেকে তাঁকে উদ্ধারের চেষ্টা করছে ডুবুরি দুল। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
নিখোঁজ সাগর বিশ্বাসের খালাত ভাই ইসমাইল হোসেন জানান, তাঁর বাড়িতে থেকে সাগর নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকাল ৭টায় বাড়ি থেকে বের হন সাগর। সকাল সাড়ে ১০টার সময় মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে যান। তাঁকে উদ্ধারে ডুবুরিরা ও ঘাট শ্রমিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল বলেন, ‘সাগর হোসেন বিশ্বাস নামের এক শ্রমিক জাহাজ থেকে পড়ে নিখোঁজ রয়েছেন। তাঁকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা তাঁকে খুঁজে পাওয়ার জন্য অন্য অন্য শ্রমিক দিয়ে তাঁর সন্ধান করতে চেষ্টা চালাচ্ছি।’
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, ‘আমরা লোক মারফত সাড়ে ১০টার সময় জানতে পারি নদীতে একজন শ্রমিক পড়ে নিখোঁজ হয়েছেন। খুলনার ডুবুরিদের খবর দেওয়া হয়। পরে তারা এসে তাঁর সন্ধান করতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা ধরে নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে। এখনো তাঁকে পাওয়া যায়নি। আমরা ঘাটে ভিড়ানো জাহাজগুলো সরিয়ে আবার চেষ্টা অব্যাহত রাখব।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৬ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৬ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে