বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হননি।
অপরাধীদের দ্রুত আটক করার দাবি জানিয়ে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার ও তাঁর অনুসারীরা দেশ ছাড়া হলেও তাঁদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে চক্রটি।
বোমা হামলার প্রতিবাদ জানিয়ে লিটন বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ ধারার রাজনীতি চর্চা করে আসছেন। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এই হামলা চালিয়েছে। এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি।
প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বারবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকাণ্ডকে পছন্দ করছে না। তাঁরা আমার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্র দলের সভাপতি মো. শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

যশোরের শার্শা উপজেলার বেনাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিকীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে আলমগীর ছিদ্দিকীর গাতিপাড়ার বসতবাড়িতে এ ঘটনা ঘটে। বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হননি।
অপরাধীদের দ্রুত আটক করার দাবি জানিয়ে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি নেতারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনী।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি নুরুজ্জামান লিটন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার ও তাঁর অনুসারীরা দেশ ছাড়া হলেও তাঁদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে কাজ করছে চক্রটি।
বোমা হামলার প্রতিবাদ জানিয়ে লিটন বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর ছিদ্দীকি সুস্থ ধারার রাজনীতি চর্চা করে আসছেন। দেশের মানুষের ভোটে অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এই হামলা চালিয়েছে। এসব অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি।
প্যানেল চেয়ারম্যান আলমগীর সিদ্দিকি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলেও আমি এই ইউনিয়নে বারবার ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। জনগণের কল্যাণে আমি কাজ করায় একটি মহল বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমার কর্মকাণ্ডকে পছন্দ করছে না। তাঁরা আমার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁরা সীমান্ত সংলগ্ন গ্রাম হওয়ায় অপরাধমূলক কাজ করে আবার ভারতে পালিয়ে যায়। শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকার মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বোমা হামলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি তুলেছেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, ছাত্র দলের সভাপতি মো. শরিফুল ইসলাম চয়ন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে