
যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী তাঁর নির্বাচিত এলাকার জনসাধারণের জন্য সাক্ষাতের সময় বেঁধে দিয়েছেন। এ–সংক্রান্ত একটি নোটিশ তাঁর বাড়ির প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, এমপি এস এম ইয়াকুব আলীর সঙ্গে তাঁর বাসভবনে সর্বসাধারণের সাক্ষাতের সময়সূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কাউকে সাক্ষাতে নিরুৎসাহিত করা হয়েছে। অনুরোধক্রমে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তাপস মণ্ডল ও প্রটোকল অফিসার শহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
এদিকে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময়সূচির নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে ফেসবুক পেজে বিরূপ মন্তব্য করেছেন। অনেকে এটাকে চিকিৎসকের সাইনবোর্ডের সঙ্গে তুলনা করেছেন।
টিটোন বিশ্বাস নামে একজন নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘মাননীয় মহোদয় আপনার প্রথম সাক্ষাৎকার ফি কত এবং দ্বিতীয় সাক্ষাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কি না? আর আপনার সাক্ষাতের রেট কত—যদি একটু অনুগ্রহ করে জানাতেন, তাহলে আমরা মনিরামপুরের জনগণ অনেক উপকৃত হতাম।’
বি এম হাফিজুর রহমান লিখেছেন, ‘নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময়সূচি প্রকাশ করা রীতিমতো দুঃখজনক ঘটনা। আমরা আশাহত।’
মামুন আরিয়ুন লিখেছেন, ‘একজন জনপ্রতিনিধির সাক্ষাতের জন্য যদি সময় নির্ধারণ করে দেয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কখনো কোনো জনপ্রতিনিধি জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য সময় বেঁধে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন, এমনটি দেখিনি। এটা ডাক্তার বা উকিলদের ক্ষেত্রে হতে পারে। কোনো অরাজনৈতিক লোক যখন জনপ্রতিনিধি হন, তখন জনগণ কাঙ্ক্ষিত সেবা পান না। সে ক্ষেত্রে জনগণকে এভাবে বঞ্চিত করা হয়।’
এ বিষয়ে মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে ভোরবেলায় আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি যখন বেলা ১০টায় সাক্ষাৎ দিই, তখন তারা বলে ৪-৫ ঘণ্টা ধরে আপনার অপেক্ষায় আছি। আমি রাত ২টার সময় বাসায় ঢুকে ঠান্ডা খাবার খাই। এরপর আবার ভোর ৫টায় তো সাক্ষাৎ দেওয়া সম্ভব হয় না।’
এমপি বলেন, ‘আমার তো জীবন। আমাকে তো পারতে হবে। আমি যদি মারা যাই তাহলে কেমনে হবে।’
তিনি বলেন, ‘আমার তো সরকারি কাজ আছে। পরিবার, ব্যবসা-বাণিজ্য আছে। এরপরেও একজন এমপি জনসাধারণকে ৪ ঘণ্টা সময় দেওয়া অনেক ব্যাপার। এখানে লেখা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে। তার মানে এই না যে দেখা করা যাবে না। আসলে ভালো কাজ করার সুযোগ নেই।’

যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী তাঁর নির্বাচিত এলাকার জনসাধারণের জন্য সাক্ষাতের সময় বেঁধে দিয়েছেন। এ–সংক্রান্ত একটি নোটিশ তাঁর বাড়ির প্রধান ফটকে সাঁটিয়ে দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, এমপি এস এম ইয়াকুব আলীর সঙ্গে তাঁর বাসভবনে সর্বসাধারণের সাক্ষাতের সময়সূচি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত সময়ের বাইরে কাউকে সাক্ষাতে নিরুৎসাহিত করা হয়েছে। অনুরোধক্রমে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তাপস মণ্ডল ও প্রটোকল অফিসার শহিদুল ইসলামের নাম ও মোবাইল নম্বর দেওয়া হয়েছে।
এদিকে সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের সময়সূচির নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকে ফেসবুক পেজে বিরূপ মন্তব্য করেছেন। অনেকে এটাকে চিকিৎসকের সাইনবোর্ডের সঙ্গে তুলনা করেছেন।
টিটোন বিশ্বাস নামে একজন নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘মাননীয় মহোদয় আপনার প্রথম সাক্ষাৎকার ফি কত এবং দ্বিতীয় সাক্ষাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কি না? আর আপনার সাক্ষাতের রেট কত—যদি একটু অনুগ্রহ করে জানাতেন, তাহলে আমরা মনিরামপুরের জনগণ অনেক উপকৃত হতাম।’
বি এম হাফিজুর রহমান লিখেছেন, ‘নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময়সূচি প্রকাশ করা রীতিমতো দুঃখজনক ঘটনা। আমরা আশাহত।’
মামুন আরিয়ুন লিখেছেন, ‘একজন জনপ্রতিনিধির সাক্ষাতের জন্য যদি সময় নির্ধারণ করে দেয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
এ বিষয়ে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘কখনো কোনো জনপ্রতিনিধি জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য সময় বেঁধে দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন, এমনটি দেখিনি। এটা ডাক্তার বা উকিলদের ক্ষেত্রে হতে পারে। কোনো অরাজনৈতিক লোক যখন জনপ্রতিনিধি হন, তখন জনগণ কাঙ্ক্ষিত সেবা পান না। সে ক্ষেত্রে জনগণকে এভাবে বঞ্চিত করা হয়।’
এ বিষয়ে মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘অনেকে ভোরবেলায় আমার সঙ্গে দেখা করতে আসেন। আমি যখন বেলা ১০টায় সাক্ষাৎ দিই, তখন তারা বলে ৪-৫ ঘণ্টা ধরে আপনার অপেক্ষায় আছি। আমি রাত ২টার সময় বাসায় ঢুকে ঠান্ডা খাবার খাই। এরপর আবার ভোর ৫টায় তো সাক্ষাৎ দেওয়া সম্ভব হয় না।’
এমপি বলেন, ‘আমার তো জীবন। আমাকে তো পারতে হবে। আমি যদি মারা যাই তাহলে কেমনে হবে।’
তিনি বলেন, ‘আমার তো সরকারি কাজ আছে। পরিবার, ব্যবসা-বাণিজ্য আছে। এরপরেও একজন এমপি জনসাধারণকে ৪ ঘণ্টা সময় দেওয়া অনেক ব্যাপার। এখানে লেখা হয়েছে নিরুৎসাহিত করা হয়েছে। তার মানে এই না যে দেখা করা যাবে না। আসলে ভালো কাজ করার সুযোগ নেই।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে