প্রতিনিধি

মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। এর আগে একটু চিকিৎসার আশায় স্বজনেরা তাঁকে নিয়ে চার হাসপাতালে ছোটাছুটি করেছেন।
জাকির হোসেন উপজেলার কাশিপুর দক্ষিণপাড়ার মৃত সবদাল সরদারের ছেলে। তিনি ঢাকুরিয়ার লাউকুণ্ডা দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান ছিলেন।
শিক্ষকের বন্ধু আবুল কালাম বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন জাকির। করোনায় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাড়িতে থাকতেন তিনি। কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। দুই দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা জটিল হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। খুলনায় নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার কথা বলে রোগীকে ভর্তি নেননি চিকিৎসকেরা। তারপর খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় রোগীকে।
কালাম বলেন, খুলনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তাঁরা করোনা রোগী ভর্তি করান। তবে রোগীর করোনা নিশ্চিত হওয়ার পর তারা ভর্তি নেবেন। ওই অজুহাতে তাঁরাও ভর্তি না নিয়ে রোগী ফেরত দেন। এভাবে বিকেল ৪টা বেজে যায়। অবশেষে মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসুর পরামর্শে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রোগীর অবস্থা জটিল বলে সেখানে আইসিইউতে ভর্তি নেন চিকিৎসকেরা। আইসিইউতে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয়েছে শিক্ষক জাকির হোসেনের।
আবুল কালাম বলেন, `একটু ভালো চিকিৎসার আশায় দিনভর এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটেছি রোগী নিয়ে। সবাই চিকিৎসা না দিয়ে শুধু অজুহাত দেখিয়েছেন।'
মনিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার অনুপ বসু বলেন, ওই শিক্ষকের শ্বাসকষ্ট ছিল খুব। কয়েক দিন জ্বরে ভুগলেও স্বজনরা তাঁর করোনা পরীক্ষা করাননি।

মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৩২) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। এর আগে একটু চিকিৎসার আশায় স্বজনেরা তাঁকে নিয়ে চার হাসপাতালে ছোটাছুটি করেছেন।
জাকির হোসেন উপজেলার কাশিপুর দক্ষিণপাড়ার মৃত সবদাল সরদারের ছেলে। তিনি ঢাকুরিয়ার লাউকুণ্ডা দাখিল মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রধান ছিলেন।
শিক্ষকের বন্ধু আবুল কালাম বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন জাকির। করোনায় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাড়িতে থাকতেন তিনি। কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। দুই দিন আগে শ্বাসকষ্ট শুরু হলে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা জটিল হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা। খুলনায় নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার কথা বলে রোগীকে ভর্তি নেননি চিকিৎসকেরা। তারপর খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় রোগীকে।
কালাম বলেন, খুলনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তাঁরা করোনা রোগী ভর্তি করান। তবে রোগীর করোনা নিশ্চিত হওয়ার পর তারা ভর্তি নেবেন। ওই অজুহাতে তাঁরাও ভর্তি না নিয়ে রোগী ফেরত দেন। এভাবে বিকেল ৪টা বেজে যায়। অবশেষে মনিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসুর পরামর্শে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রোগীর অবস্থা জটিল বলে সেখানে আইসিইউতে ভর্তি নেন চিকিৎসকেরা। আইসিইউতে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয়েছে শিক্ষক জাকির হোসেনের।
আবুল কালাম বলেন, `একটু ভালো চিকিৎসার আশায় দিনভর এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটেছি রোগী নিয়ে। সবাই চিকিৎসা না দিয়ে শুধু অজুহাত দেখিয়েছেন।'
মনিরামপুর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার অনুপ বসু বলেন, ওই শিক্ষকের শ্বাসকষ্ট ছিল খুব। কয়েক দিন জ্বরে ভুগলেও স্বজনরা তাঁর করোনা পরীক্ষা করাননি।

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৬ ঘণ্টা আগে